অক্সিজেনে মুক্তমঞ্চ বাস্তবায়নের দাবিতে গণস্বাক্ষর সংগ্রহ কর্মসূচির উদ্বোধন

62

পূর্বদেশ অনলাইন
গতকাল ২৬ মার্চ ২০২৩ মহান স্বাধীনতা দিবসে সকাল ১১ টায় অক্সিজেন বঙ্গবন্ধু এভিনিউ চত্বরে ‘অক্সিজেন মুক্ত মঞ্চ বাস্তবায়ন পরিষদ’ এর উদ্যোগে গণস্বাক্ষর সংগ্রহ অভিযানের উদ্বোধন করা হয়। উক্ত গণস্বাক্ষর কর্মসূচি উদ্বোধন করেন বিশিষ্ট নাট্যকার প্রদীপ দেওয়ানজী, উপস্থিত ছিলেন মূকাভিনয়শিল্পী বীর মুক্তিযোদ্ধা দেওয়ান মামুন, বিশিষ্ট সমাজসেবক আলহাজ্ব জাহাঙ্গীর আলম খান। উক্ত অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন সোলাইমান খান নয়ন, আসাদ ইকবাল, শাহ আলম মনু। উদ্বোধক নাট্যকার প্রদীপ দেওয়ানজী বলেন,”সংস্কৃতির বিকাশে মুক্ত মঞ্চের বিকল্প নেই। সিটি কর্পোরেশন এম,এ আজিজ স্টেডিয়ামের পাশে একটি মুক্ত করেছে। কোর্ট বিল্ডিংয়ের নিচে একটি মুক্তমঞ্চ হয়েছে। চট্টগ্রাম শহর এখন বিশাল। টানেল উদ্বোধন হলে আরো বড় হবে। এই পরিস্থিতিতে চট্টগ্রাম শহরের গুরুত্বপূর্ণ স্থানে মুক্তমঞ্চ হওয়া উচিত। অক্সিজেন মোড়ও একটি গুরুত্বপূর্ণ জায়গা। এখানকার সর্বস্তরের জনগণ একটি মুক্তমঞ্চ স্থাপনের দাবিতে সোচ্চার হয়েছে। এ দাবির প্রতি সরকারের মনোযোগ দেওয়ার আহ্বান জানাচ্ছি। অপর বক্তা মূকাভিনয়শিল্পী বীর মুক্তিযোদ্ধা দেওয়ান মামুন বলেন “মননের বিকাশে সাংস্কৃতিক সম্পর্কটা প্রযোজ্য ও প্রয়োজনীয় মানসিক বিকাশ ও ধর্মনিরপেক্ষতা তথা মানবতার রূপের প্রকাশ হল সংস্কৃতি। নাচ, গান, নাটক, মূকাভিনয় ছাড়াও কবি সাহিত্যিকদের আড্ডাটা প্রয়োজন সামাজিক বিকাশের জন্য। চট্টগ্রাম শহর সংগ্রাম ও সংস্কৃতির সূতিকাগার। জনগণের আওয়াজ মুক্তমঞ্চ হোক শহরের সকল প্রান্তে। সরকার সংস্কৃতিবান্ধব বলেই আমাদের এই চাওয়া। অক্সিজেন ও চট্টগ্রামের বিভিন্ন স্থানে প্রতিভা বিকাশের একটা ঠিকানা হোক। সরকারের প্রতি আহ্বান এই দাবি সময়ের তথা বঙ্গবন্ধুর স্বপ্নের দাবি। এই গণস্বাক্ষর সংগ্রহ কর্মসূচি চলবে মাসব্যাপী। উক্ত অনুষ্ঠানের সভাপতিত্ব করেন বিশিষ্ট মূকাভিনয়শিল্পী সোলেমান মেহেদী। তিনি সকলকে ধন্যবাদ জানান এবং সরকারের দৃষ্টি আকর্ষণ করেন যে অক্সিজেন এলাকার নিকটবর্তী জায়গায় একটি মুক্ত মঞ্চ তৈরি করা হোক সংস্কৃতি চর্চা বিকাশের লক্ষ্যে।অনুষ্ঠান পরিচালনা করেন সদস্য সচিব জানে আলম টিটু।