নিজস্ব প্রতিবেদক
প্রতিদিন একাধিক সেবা কর্মসূচির মাধ্যমে লায়ন্স ক্লাব ইন্টারন্যাশনাল অক্টোবর সেবামাস উদযাপন করতে যাচ্ছে। পুরো অক্টোবর মাসজুড়ে নানা কর্মসূচি পালন করবে লায়ন্স ক্লাব। আজ নগরের জিইসি মোড় থেকে বর্ণাঢ্য র্যালি আয়োজনের মধ্য দিয়ে এ সেবা মাসের আনুষ্ঠানিক উদ্বোধন করা হবে। ৩১ অক্টোবর পর্যন্ত প্রতিদিন একাধিক ক্লাব বিভিন্ন কর্মসূচি পালন করবে।
গতকাল শনিবার দুপুরে জাকির হোসেন রোডস্থ লায়ন্স ক্লাবের হালিমা রোকেয়া হলে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়। এতে লিখিত বক্তব্য উপস্থাপন করেন জেলা গভর্নর লায়ন এম মহিউদ্দিন চৌধুরী।
লিখিত বক্তব্যে তিনি বলেন, বর্তমান বিশ্বের ২১০টি দেশে ৪৮ হাজার ক্লাবের প্রায় ১৪ লক্ষ লায়ন সদস্য দিনরাত সেবা কার্যক্রম অব্যাহত রাখছেন। বর্তমানে বাংলাদেশে মাল্টিপল জেলা ৩১৫ এর ৭টি লায়ন্স জেলার ৭১৭টি লায়ন্স ক্লাবের মাধ্যমে ১৯ হাজার ৮৬০ জন লায়ন সদস্য সর্বদা সেবা কর্মকান্ডে নিয়োজিত রয়েছেন। জেলা ছাড়াও লায়ন কার্যক্রমকে সুষ্ঠু বাস্তবায়নের লক্ষে একটি স্বতন্ত্র লিও জেলা কাজ করে যাচ্ছে। এ লিও জেলায় ১ হাজার ৯৪৯ জন লিও সদস্য ৪৮টি ক্লাবের মাধ্যমে সেবামূলক কাজে লায়নদের সহযোগিতা করে চলেছে।
তিনি বলেন, ক্ষুধা নিবারণ, ডায়াবেটিকস সচেতনতা, পরিবেশ সুরক্ষা, তরুণদের জন্য কার্যক্রম, শিক্ষাসামগ্রী বিতরণ, খৎনা ক্যাম্প, নতুন ক্লাব প্রতিষ্ঠা, সাদাছড়ি দিবস উদযাপন, স্কলারশিপ ট্রাস্ট, ওয়ালফেয়ার ফান্ডসহ ৩৯টি স্থায়ী প্রকল্পের মাধ্যমে সেবা কার্যক্রম পরিচালনা করে আসছে লায়ন্স ক্লাব ইন্টারন্যাশনাল।
সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে প্রথম জেলা গভর্নর লায়ন কোহিনুর কামাল, দ্বিতীয় জেলা গভর্নর লায়ন মোসলেহ উদ্দিন আহমেদ অপু, সাবেক জেলা গভর্নর লায়ন রুপম কিশোর বড়ুয়া, নাজমুল হক চৌধুরী, সিরাজুল হক আনসারী, শেখ সামসুদ্দিন আহমেদ, প্রেস কমিটির সভাপতি মো. শাহেদুল ইসলাম, কেবিনেট সেক্রেটারি আবুবক্কর সিদ্দিকী, কেবিনেট ট্রেজারার ইমতিয়াজ ইসলাম, অক্টোবর সেবা মাস কমিটির সভাপতি আবু তৈয়ব, প্রেস কমিটির সেক্রেটারি হাসান আকবর প্রমুখ উপস্থিত ছিলেন।