বিভিন্ন প্রতিষ্ঠান ও সংগঠনের ক্রীড়া

75

পোর্ট সিটি ইউনিভার্সিটি : ‘ক্রীড়াই শক্তি, ক্রীড়াই বল’ এই ¯স্লোগানকে সামনে রেখে পোর্ট সিটি ইন্টারন্যাশনাল ইউনির্ভাসিটিতে গতকাল বেলুন উড়িয়ে পর্দা উঠলো দশ দিনব্যাপী আন্তবিভাগীয় বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা। এবারের আসরে ক্রিকেট, লুডু, দাবা, টেবিল টেনিস, ক্যারম, মিউজিক্যাল চেয়ার, ব্যাটমিন্টনসহ প্রায় দশটি ইভেন্টে প্রতিযোগিতা অনুষ্ঠিত হচ্ছে।
বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার আনুষ্ঠানিক উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো: নূরল আনোয়ার। এ উপলক্ষে উপাচার্য বলেন ক্রীড়া মানুষের মনজগতের উন্নতির সাথে সাথে শারীরিক ও মানসিক প্রশান্তির নিয়ামক হিসাবে কাজ করে। ভবিষ্যতে সুন্দর বাংলাদেশ গড়ে তোলার জন্য ক্রীড়ার কোন বিকল্প নেই।
এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিভিন্ন অনুষদের এর ডিনবৃন্দ, রেজিস্ট্রার, পরিক্ষা নিয়ন্ত্রক, প্রক্টর, বিভিন্ন ফোরামের সমন্বয়কবৃন্দসহ শিক্ষক ও শিক্ষার্থীবৃৃন্দ।
শুলকবহর ওয়ার্ড আন্তঃপ্রাথমিক বিদ্যালয় : নগরীর ৮নং শুলকবহর ওয়ার্ড আওতাধীন সকল প্রাথমিক বিদ্যালয়ের শিশু শিক্ষার্থীদের অংশগ্রহণে দিনব্যাপী নানান ধরনের খেলাধূলা আর সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজনের মধ্য দিয়ে সম্পন্ন হয়েছে আন্তঃপ্রাথমিক বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ।
শহীদ ডা. মকবুল আহমদ সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হওয়া এতে প্রধান অতিথি থেকে উদ্বোধন করেন শুলকবহর ওয়ার্ড কাউন্সিলর মো. মোরশেদ আলম। এসময় উপস্থিত ছিলেন শিক্ষানুরাগী হোসেন মোঃ মাসুদ, আমেনা বেগম, বিভিন্ন স্কুলের প্রধান শিক্ষক হাসান মাহমুদ, প্রধান শিক্ষক সুদাংশু বিকাশ ধর, তাসমিন আক্তার, ফারহানা নাজনিন, প্রধান শিক্ষক জোবাইদা খাতুন, প্রধান শিক্ষক শাম্মি আকতার, প্রধান শিক্ষক মর্জিনা আক্তার, সঞ্জিব কুমার দেবসহ অন্যান্য শিক্ষক ও অভিভাবকবৃন্দ।
সাতকানিয়া সরকারি বালিকা বিদ্যালয় : সাতকানিয়া সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠান গতকাল রবিবার সম্পন্ন হয়েছে। প্রধান অতিথি থেকে প্রতিযোগিতার উদ্বোধন করেন স্বাধীনতা চিকিৎসক পরিষদের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও বিদ্যালয় পরিচালনা পরিষদের সভাপতি ডা. আ ম ম মিনহাজুর রহমান। বিদ্যালয়ের প্রধান শিক্ষক পরিমল কান্তি পালের সভাপতিত্বে উপজেলা বঙ্গবন্ধু পরিষদ সভাপতি আলহাজ শফিকুল ইসলাম এ সময় উপস্থিত ছিলেন। – সাতকানিয়া প্রতিনিধি
কোতোয়ালী থানা আন্তঃপ্রাথমিক বিদ্যালয় : নগরীর কোতোয়ালী থানা পর্যায়ে আন্তঃপ্রাথমিক বিদ্যালয় ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার ফাইনাল ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান গতকাল মিউনিসিপ্যাল মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অনুষ্ঠিত হয়। কোতোয়ালী থানা শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত) শর্মিষ্ঠা মজুমদারের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ শহীদুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন কোতোয়ালীর ইন্সট্রাক্টর মোঃ আবুল মনসুর। শুভেচ্ছা বক্তব্য রাখেন থানা সহকারী শিক্ষা অফিসার এস আর রাশেদ। অনুষ্ঠানের পূর্বে সকাল ৮টা থেকে স্কুল মাঠে ক্রীড়া প্রতিযোগিতা, সুন্দর হাতের লেখা, দেশাত্ববোধক গান ও নৃত্য প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। শেষে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন প্রধান অতিথি। বিজ্ঞপ্তি