36

আমেরিকার অন্যতম দার্শনিক হেনরি ডেভিড থরো ‘কনকর্ড ও মেরিমাক নদী-অঞ্চলে এক সপ্তাহ’ নামে একটি বই লিখেন। বইটি তেমন বিক্রি হয়নি।
প্রকাশক স্থান সঙ্কুলানের সমস্যায় পড়লে থরো অবিক্রিত বইগুলো তাঁর ঠিকানায় পাঠিয়ে দিতে বলেন। প্রকাশক এক হাজার কপির মধ্যে অবিক্রিত সাতশ’ ছয় কপি বই থরোর কাছে পাঠিয়ে দেন।
থরো বইগুলো তাঁর ব্যক্তিগত লাইব্রেরিতে সাজিয়ে রেখে ডায়রিতে লিখেন, ‘আমি এখন নয়শ’ বইয়ের এক বিশাল ব্যক্তিগত লাইব্রেরির মালিক। এর মধ্যে সাতশ’রও বেশি আমার নিজের লেখা।