করোনাতেও থেমে নেই নিকারাগুয়ার ফুটবল লিগ

33

বৈশ্বিক মহামারি করোনা ভাইরাসের (কোভিড-১৯) কারণে ইউরোপের শীর্ষ ফুটবলের পাশাপাশি স্থগিত প্রায় সারা বিশ্বের ক্রীড়া জগৎ। কিন্তু চিত্রটা সব দেশেই এক রকম নয়। ইউরোপের শীর্ষ পাঁচ লিগের ফুটবল ৪৯ দিন ধরে স্থগিত থাকলেও দাপটের সঙ্গে চলছে প্রশান্ত মহাসাগর ও ক্যারিবিয়ান সাগরের মধ্যবর্তী মধ্য আমেরিকার দেশ নিকারাগুয়ার ফুটবল।
ইতোমধ্যে দেশটির শীর্ষ ফুটবল নিকারাগুয়া প্রিমিয়ার লিগ প্লে-অফের চলতি মৌসুমের ফাইনালিস্টও নিশ্চিত হয়ে গেছে। ২৯ এপ্রিল রাতে ওয়াল্টার ফেরাত্তিকে হারিয়ে ফাইনাল নিশ্চিত করে মানাগুয়া এফসি। করোনার সময়েও যেসব দেশে এখনও ফুটবল স্থগিত হয়নি তার অল্প সংখ্যক দেশের একটি নিকারাগুয়া। এর আগে রাশিয়ার পাশ্ববর্তী দেশ বেলারুশেও এই মরণঘাতি মহামারির সময় ফুটবল চালু রাখা নিয়ে হৈ-চৈ হয়েছিল গণমাধ্যমে।