বই উৎসবে সাম্য ও সার্বজনীনতা রয়েছে

83

রাঙামাটি : বুধবার নতুন বছরের প্রথম দিন রাঙামাটিতে শিক্ষার্থীদের মধ্যে নতুন বই বিতরণ করা হয়েছে। এ সময় নতুন বই পেয়ে উৎসবে মাতে শিশুরা।
সকালে সদর উপজেলার গোধূলী আমানতবাগ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান অতিথি থেকে শিক্ষার্থীদের মধ্যে নতুন বই বিতরণ করেন- রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান বৃষ কেতু চাকমা। এ সময় রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সদস্য ত্রিদিব কান্তি দাশ, জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. খোরশেদ আলম, সহকারী জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. রবিউল হোসেন, গোধূলী আমানতবাগ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হাসিনা বেগম, বিদ্যালয় পরিচালনা কমিটির সহ-সভাপতি মোতাহার হোসেন উপস্থিত ছিলেন।
এরপর দুপুরে শুকরছড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং নানিয়ারচর উপজেলার বগাছড়ি পুনর্বাসন সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বই বিতরণ করেন- জেলা পরিষদ চেয়ারম্যান। এ ছাড়াও সদরের বিভিন্ন বিদ্যালয়ে বই বিতরণ করেছেন- জেলা প্রশাসক একেএম মামুনুর রশিদ।
মোহরা আহমদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় : ‘নতুন বছরের নতুন দিন, নতুন বইয়ে হোক রঙিন’ এই ¯েøাগান সামনে রেখে সারা দেশের মতো গতকাল নগরীর মোহরা আহমদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নতুন বই বিতরণ উৎসব উদ্যাপন করা হয়েছে। মোহরা আহম্মদীয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে বিদ্যালয়ের সভাপতি ইঞ্জিনিয়ার এস এম ফারুক কাদেরী ও সহ সভাপতি মোর্শেদ কাদেরী প্রধান অতিথি হিসাবে বিদ্যালয়ের সকল শিক্ষকবৃন্দদের নিয়ে এই উৎসবের উদ্বোধন করেন। উপস্থিত ছিলেন বিদ্যালয়ের শিক্ষক মোঃ সফর উদ্দিন, সঞ্জয় দাশ, মোঃ নাছির উদ্দিন, নাসরিন সুলতানা সাঈদা, সৈয়দা ইমন আরা, ও উপমা চৌং ।
সভাপতি বক্তব্যে বলেন, নতুন শ্রেণীতে নতুন বই পাওয়ার আনন্দই অন্যরকম। সে বই যদি বিনামূল্যে পাওয়া যায় তাহলে তো কথাই নেই। এই বই উৎসবে সাম্য ও সার্বজনীনতাও রয়েছে। কেননা দরিদ্র পরিবারের সন্তানদের অনেকেরই নতুন বই কেনার সামর্থ্য থাকে না। বিদ্যালয়ের সহ সভাপতি বলেন, তারা আগে পুরনো বই দিয়েই বছর পার করত। এখন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সহযোগিতায় সারা দেশে একযোগে সবার হাতেই নতুন বই।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাজেদা বেগম বলেন, রাষ্ট্রের পক্ষ থেকে এ সহায়তায় তাদের আর্থিক কষ্টের বোঝা অনেকটাই লাঘব হবে নিঃসন্দেহে। তিনি আরও বলেন, আমাদের বিশ্বাস, শুধু বিনামূল্যের বই নয়, প্রাথমিক ও মাধ্যমিক স্তরে শিক্ষার্থীদের জন্য রাষ্ট্রের পক্ষ থেকে আরও অনেক কিছু করার আছে। শিক্ষার্থীদের ঝরেপড়াসহ প্রাথমিক শিক্ষার অন্য সমস্যাগুলোর যদি প্রতিকার করা যায়, তাহলে এ দেশের নতুন প্রজন্মের শিক্ষার ভিতটি শক্তিশালী হবে।
মুরাদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় : নতুন বছরে বিনামূল্যে এই বিশাল পরিমাণ বই বিতরণের মত অসাধ্য কাজ সাধ্য করে প্রধানমন্ত্রী দৃষ্টান্ত রেখে গেছেন তিনি। বছরের নতুন বই পাওয়া যখন এক সময় স্বপ্ন ছিল বলা যায়, অথচ আজ সরকারের যুগান্তকারী পদক্ষেপে বছরের প্রথম দিনে আমরা সহজেই আমাদের সোনামনিদের হাতে নতুন বই তুলে দিয়ে পেরেছি। গতকাল ১ জানুয়ারি ৮নং শুলকবহর ওয়ার্ডে মুরাদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে নতুন বই তুলে দিয়ে বই উৎসব-২০২০ এর উদ্বোধনকালে কাউন্সিলর মোঃ মোরশেদ আলম এসব কথা বলেন।
মুরাদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি আবু বক্কর সিদ্দিকে সভাপতিত্বে এক সংক্ষিপ্ত আলোচনা সভায় উপস্থিত ছিলেন- বিদ্যালয় পরিচালনা কমিটির সহ-সভাপতি কফিল উদ্দিন খোকন, মুরাদপুর মহল্লা কমিটির সহসভাপতি হাছান মুরাদ, সাধারণ সম্পাদক ইসহাক মিয়া, বিদ্যালয়টির প্রধান শিক্ষিকা তাসমিন আক্তার, মুরাদপুর মহল্লা কমিটির অর্থ সম্পাদক কামাল আহমেদ, ধর্ম বিষয়ক মনির উদ্দিন সোহেল, পরিবেশ সম্পাদক জাকির আহম্মেদ, ক্রীড়া সম্পাদক জসিম উদ্দিন, সদস্য আজিজ উল্ল্যাহ, সমাজসেবক চান্দঁ মিয়া, বিদ্যালয়ের শিক্ষক মোঃ আলী, মিসেস দোরদানা, কাজী কাউছার, প্রতিমা চৌধুরী, শাপলা চৌধুরী, মেরী চৌধুরী, শিখা রাণী দাশ, আয়েশা আক্তার মুক্তা প্রমুখ।
খাজা আজমেরী স্কুল : খাজা আজমেরী উচ্চ বিদ্যালয় ও খাজা আজমেরী কিÐার গার্টেন স্কুলের শিক্ষার্থীদের মাঝে নতুন শিক্ষাবর্ষ ২০২০ সালের বই বিতরণ উৎসব উদযাপন করা হয় ১ জানুয়ারি।
অনুষ্ঠানে শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দেন প্রধান অতিথি চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সদস্য ও ২৮নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি, আজব খাতুন দোভাষ এডুকেশন ডেভেলপমেন্ট ট্রাস্টের সেক্রেটারি, খাজা আজমেরী উচ্চ বিদ্যালয়ের পরিচালনা পরিষদের সদস্য ও খাজা আজমেরী কিÐারগার্টেন স্কুলের সদস্য সচিব নজরুল ইসলাম বাহাদুর। অনুষ্ঠানে উপস্থিত ছিলেনÑ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মিসেস আইনুর নাহার, কিÐারগার্টেন স্কুলের অধ্যক্ষ মো. মনিরুজ্জামান, উপাধ্যক্ষ মিসেস রাইখানী জান্নাত, খাজা আজমেরী গ্রামার স্কুলের অধ্যক্ষ মিসেস মাহমুদা সুলতানা এবং উভয় স্কুলের শিক্ষক শিক্ষিকাবৃন্দ।
কলাবাগিচা সার্বজনীন মন্দিরে বই বিতরণ : এই ইংরেজি বর্ষের শুরু থেকে বিনামূল্যে প্রায় ৩৫ কোটি বই আমাদের সন্তাদের হাতে তুলে দেয়া হচ্ছে ,তারই ধারাবাহিকতায় মন্দিরভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম পরিচালিত কলাবাগিচা সার্বজনীন মন্দির পরিচালনা পরিষদের উদ্যেগে নতুন বই বিতরণ করা হয়। এতে উপস্থিত ছিলেন ৩৪ নং পাথরঘাটা ওর্য়াড আওয়ামী লীগের আহŸায়ক কমিটির সদস্য পুলক খাস্তগীর, সুশীল দাশ সর্দার,মন্দির কমিটির উপদেষ্টা সুবল কান্তি চক্রবর্তী ,পিন্টু দাশ,সুমন দাশ, জনি দাশ প্রমুখ ।
হাছনদন্ডী বহুমুখী উচ্চ বিদ্যালয় : চন্দনাইশ উপজেলার হাছনদন্ডী বহুমুখী উচ্চ বিদ্যালয়ে বছরের প্রথম দিনে আনন্দঘন পরিবেশে অভিভাবকের উপস্থিতিতে সরকার প্রদত্ত বিনামঝল্যে বই বিতরই উপলক্ষে বই উৎসব উদযাপন করা হয়।
প্রধন শিক্ষক মমতাজ উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত বই বিতরণকালে প্রধান অতিথি ছিলেন সাতবাড়ীয়া ইউনিয়নের চেয়ারম্যান আহমদর রহমান,বিশেষ অতিথি ছিলেন-পরিচালনা কমিটির সভাপতি মোহাম্মদ নুরুস ছফা, স্কুলের প্রতিষ্ঠাতা মাওঃ ফৌজুল করিম চৌধুরী, শিক্ষানুরাগী সদস্য মোঃ করিম উল্লাহ,অভিভাবক সদস্য সিরাজুল ইসলাম, মফিজুররহমান, চন্দনাইশ প্রেস ক্লাবের প্রতিষ্ঠাতা মোহাম্মদ মোজহেরুল কাদের, সহ-প্রধান শিক্ষক তুষার কান্তি বড়–য়া, সিঃ শিক্ষক মোঃ নাছির উদ্দিন, প্রবাসী আবুল কালাম।