30

আমার আছে যাদুর বাঁশি
দিলাম যখন ফুঁ!
বসন্তেরই কোকিল তখন
ডাকে কুহু কু।

বন বাদাড়ের পাখিরা সব
দু’কান পেতে শোনে,
তাল পাতাতে বাবুই পাখি
নিজের বাসা বোনে।

হাওয়ায় দোলে বাবুই বাসা
খোকন শুধু চায়,
কখন বাবুই বাসা ছিঁড়ে
পড়বে এ আশায়।

ঝড়ের কাছে আকুতি তার
আয়রে জোড়ে ঝড়,
বাবুই পাখির বাসা নিয়ে
যাবো আমি ঘর।