28

সবচেয়ে প্রাচীন পশুর নাম কী
শিক্ষক: আচ্ছা, বল তো, পৃথিবীতে সবচেয়ে প্রাচীন পশুর নাম কী?
ছাত্র: স্যার, জেব্রা।
শিক্ষক: জেব্রাকে কেন তোমার প্রাচীন পশু মনে হলো?
ছাত্র: স্যার, প্রাচীনকালে সবকিছুই সাদা-কালো ছিল। এখন সাদা-কালোর বদলে সব হয়েছে রঙিন। কিন্তু জেব্রা এখনো সেই সাদা-কালোই রয়ে গেছে। তাই জেব্রাই প্রাচীনকালের পশু হওয়ার কথা!