25

গোপাল ভাঁড়কে একবার মহারাজা কৃষ্ণচন্দ্র কিছু দিনের জন্য ত্যাগ করেছিলেন। তখন গোপাল হঠাৎ করে বেশ অর্থকষ্টে পড়ল। তো একদিন ঘরে চাল বাড়ন্ত। গোপাল বাধ্য হয়ে এক বন্ধুর কাছে গেল কিছু অর্থ ধার করতে।
আমাকে গোটা দশেক মুদ্রা ধার দাও হে।
দেখ গোপাল, তুমি আমার পুরোনো বন্ধু। জ্ঞানীরা বলেন ‘ধারে বন্ধুত্ব নষ্ট’। তাই ভাবছি মাত্র দশটি মুদ্রার জন্য তোমার মতো বন্ধু হারানো কি ঠিক হবে ?
ঠিক ঠিক মাত্র দশ মুদ্রায় বন্ধুত্ব হারানো স্রেফ বোকামো। বরং তুমি আমাকে এক শ’মুদ্রা দাও সেই ভালো।
গোপালের প্রস্তাব শুনে বন্ধু হতভম্ব। তবে সে যাত্রায় দশ মুদ্রা দিয়েই বন্ধু পার পেয়েছিল। এক শ’মুদ্রা নয়।