৯-৩১ অক্টোবর পর্যন্ত বন্ধ থাকবে ইলিশ ধরা

40

মা ইলিশের ডিম ছাড়ার প্রধান সময় হওয়ায় আগামী ৯ থেকে ৩১ অক্টোবর পর্যন্ত ইলিশ মাছ ধরা নিষিদ্ধ করতে যাচ্ছে সরকার। গতকাল রোববার দুপুরে সচিবালয়ে মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী আশরাফ আলী খান খসরু সাংবাদিকদের এতথ্য জানান। তিনি বলেন, অক্টোবরের ৯ তারিখ থেকে ২২ দিন যে সমস্ত জায়গায়- নিঝুম দ্বীপ, নদীর মোহনা, সমুদ্র মোহনায়- ইলিশ মাছ পাওয়া যায় সে সমস্ত এলাকায় এবং জেলায় ইলিশ মাছ ধরা নিষিদ্ধ করা হবে। এর কারণ ব্যাখ্যা করে মৎস্য প্রতিমন্ত্রী বলেন, প্রধানত আশ্বিনের পূর্ণিমা চারদিন আগে এবং পূর্ণিমার পর ১৮ দিন পর্যন্ত সময়ে মা ইলিশ ডিম ছাড়ে। সারা বছর ডিম ছাড়লেও ৮০ শতাংশ ডিম এ সময় ছাড়ে। খবর বিডিনিউজের
এসময় ইলিশ ধরার উপর নির্ভরশীল জেলেদেরকে খাদ্য সহযোগিতা দেওয়া হবে জানিয়ে মৎস্য প্রতিমন্ত্রী বলেন, মাছ ধরায় বিধিনিষেধের ফলে ইলিশ মাছের উৎপাদন দ্বিগুণ হয়েছে। মৎস্য খাতের অনেক পরিবর্তন হয়েছে। ইলিশ মাছের যে আকাল ছিল এখন আর তা নেই।