৮ মাসে ১০ শতাংশ বেশি রেমিটেন্স

21

প্রবাসীদের পাঠানো রেমিটেন্স প্রবাহে ইতিবাচক ধারা অব্যাহত রয়েছে। চলতি ২০১৮-১৯ অর্থবছরের প্রথম আট মাসে অর্থাৎ জুলাই-ফেব্রুয়ারি সময়ে ১ হাজার ৪০ কোটি ৩৯ লাখ (১০.৪০ বিলিয়ন) ডলারের রেমিটেন্স পাঠিয়েছেন প্রবাসীরা। ২০১৭-১৮ অর্থবছরের একই সময়ে পাঠিয়েছিলেন ৯৪৬ কোটি ১১ লাখ (৯.৪৬ বিলিয়ন) ডলার। এ হিসাবে আট মাসে রেমিটেন্স বেড়েছে ১০ শতাংশ। সর্বশেষ ফেব্রুয়ারি মাসে ১৩১ কোটি ৭৭ লাখ ডলারের রেমিটেন্স পাঠিয়েছেন প্রবাসীরা। গত বছরের ফেব্রুয়ারিতে পাঠিয়েছিলেন ১১৪ কোটি ৯০ লাখ ডলার। এ হিসাবে ফেব্রুয়ারি মাসে গত বছরের ফেব্রুয়ারির চেয়ে রেমিটেন্স বেড়েছে প্রায় ১৫ শতাংশ। টাকার বিপরীতে ডলারের তেজিভাব এবং হুন্ডি ঠেকাতে কেন্দ্রীয় ব্যাংকের নানা পদক্ষেপের কারণে গত অর্থবছরের মতো চলতি অর্থবছরেও রেমিটেন্সে ইতিবাচক ধারা অব্যাহত রয়েছে বলে মনে করছেন অর্থনীতির গবেষক ও ব্যাংকাররা। বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র সিরাজুল ইসলাম বলেন, ফেব্রুয়ারি মাস ২৮ দিন হওয়ার পরও ১৩২ কোটি ডলার রেমিটেন্স এসেছে; যা খুবই সন্তোষজনক। বার্তা সংস্থার খবর