৭ দশমিক ৩ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠলো ইন্দোনেশিয়া

14

সাত দশমিক তিন মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠলো ইন্দোনেশিয়ার পূর্বাঞ্চলীয় মালুকু প্রদেশ। রবিবার (১৪ জুলাই) মার্কিন ভূতাত্তি¡ক জরিপ সংস্থার (ইউএসজিএস) বরাতে এ তথ্য জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যম।
সংবাদমাধ্যমের খবরে বলা হয়, দেশটির উত্তরাঞ্চলীয় মালুকু প্রদেশের টারনেট শহর থেকে ১৬৫ কিলোমিটার দক্ষিণ দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় স্থান থেকে ভূমিকম্পটির উৎপত্তি হয়। রিখটার স্কেলে এর মাত্রা ছিলো সাত দশমিক তিন। তবে এতে কোনো সুনামি সতর্কতা জারি করা হয়নি।
প্রাথমিকভাবে ভূমিকম্পে কোনো ধরনের ক্ষয়ক্ষতি কিংবা হতাহতের খবর পাওয়া যায়নি। এর আগে গত সপ্তাহেও ইন্দোনেশিয়ায় ছয় দশমিক নয় মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছিল। বাংলানিউজ