৭ জনকে গ্রেপ্তারে পরোয়ানা

24

আনোয়ারায় জাল দলিল সৃজন করে জমি দখলের পাঁয়তারার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় ভুক্তভোগী চট্টগ্রাম আদালতে মামলা দায়ের করেছেন। আদালত ঘটনার সত্যতা পাওয়ায় সাত জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন। মামলার এজাহার সূত্রে জানা যায়, উপজেলার হাইলধর ইউনিয়নের হেটিখাইন গ্রামের মো.বদিউল আলম তিশরী মৌজায় হরিপদ দাশের কাছ থেকে এক একর ১৫ শতক জমি ক্রয় করেন। তিনি জমিতে চাষাবাদ করতে গেলে স্থানীয় মো. আরাফাত গংরা বাধা দেয়। এসময় তারা একটি জাল দলিল প্রদর্শন করলে জমি ক্রয়কারী মো. বদিউল আলম উক্ত দলিলের বিরুদ্ধে গত ২৮ ফেব্রুয়ারি আদালতে একটি সিআর মামলা দায়ের করেন। আদালত বিষয়টি পিবিআইকে তদন্ত করে রিপোর্ট দিতে নির্দেশ দেন। পিবিআই তদন্ত করে আরাফাত গংদের প্রদর্শিত দলিলটি জাল বলে রিপোর্ট দিলে আদালত মো. আরাফাত (৩০),মো.ফরমান উল্লাহ (২০), শেখাব উদ্দীন (২৮), মো.ছালামত উল্লা (৩৩), মো. গিয়াস উদ্দিন (৩২), সহ ৭ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন। এদিকে গত ১৬ সেপ্টেম্বর বদিউল আলম তার জমিতে ধানের চারা রোপণ করতে গেলে প্রতিপক্ষ আরাফাত গংরা তাদের উপর দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে হামলা করে। হামলায় বদিউল আলম সহ বেশ কয়েকজন আহত হয়। এ ঘটনায় বদিউল আলম বাদী হয়ে আনোয়ারা থানায় আরাফাত গংদের বিরুদ্ধে একটি অভিযোগ দায়ের করেন। আনোয়ারা থানার ওসি (তদন্ত) এস এম দিদারুল ইসলাম অভিযোগের সত্যতা স্বীকার করে বলেন, আমরা উভয় পক্ষকে দলিলপত্র নিয়ে থানায় আসতে বলেছি।