৬ রানে অলআউট মালি ৫ রানই অতিরিক্ত

41

নারীদের আন্তর্জাতিক টি-টোয়েন্টি ম্যাচে মাত্র ৬ রানে অলআউট হয়ে যাওয়ার লজ্জাজনক রেকর্ড গড়েছে মালি জাতীয় দল। এই ৬ রানের মধ্যে আবার ৫ রানই এসেছে অতিরিক্ত খাত থেকে, অর্থাৎ ব্যাটসম্যানদের সংগ্রহ ১ রান। মঙ্গলবার রুয়ান্ডা জাতীয় দল এই লজ্জায় মিশিয়ে দিয়েছে মালিকে। কিবিবুকা নারী টুর্নামেন্টের এই খেলায় প্রথমে ব্যাট করতে নেমে মালির ব্যাটসম্যানরা ধুঁকতে থাকেন।
৯ ওভার পর্যন্ত টিকতে পারলেও তারা সাকুল্যে সংগ্রহ করেছেন ৬ রান। যদিও ৫ রানই এসেছে অতিরিক্ত। মাত্র ১ রান আসে মারিমা সামাকে নামে একজন ব্যাটসম্যানের উইলো থেকে। বাকি ১০ ব্যাটসম্যানই ‘ডাক’ মেরেছেন। ৭ রানের টার্গেটে ব্যাট করতে নেমে মাত্র ৪ বলেই খেলা শেষ করে দেয় রুয়ান্ডা।নারীদের টি-টোয়েন্টি ম্যাচে এর আগে সর্বনিম্ন রানের রেকর্ডটি গড়েছিল চীন। তারা এ বছরের প্রথম দিকে ব্যাংককে সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে মাত্র ১৪ রানেই গুটিয়ে যায়।