৫ ফেব্রুয়ারি স্টেট অব দ্য ইউনিয়ন ভাষণ দেবেন ট্রাম্প

71

মার্কিন সরকারের আংশিক অচলাবস্থা নিয়ে সৃষ্ট জটিলতার কারণে পেছানোর পর ৫ ফেব্রুয়ারি স্টেট অব দ্য ইউনিয়ন ভাষণ দেওয়ার জন্য সম্মত হয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হোয়াইট হাউস ও প্রতিনিধি পরিষদের স্পিকার ন্যান্সি পেলোসির মধ্যকার সমঝোতা হিসেবে ট্রাম্প এতে সম্মতি দিয়েছেন। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এখবর জানিয়েছে। মার্কিন প্রেসিডেন্টের বার্ষিক স্টেট অব দ্য ইউনিয়ন ভাষণের জন্য প্রথমে ২৯ জানুয়ারি নির্ধারণ করা হয়েছিল। কিন্তু মার্কিন সরকার দেশটির ইতিহাসে সবচেয়ে দীর্ঘ শাটডাউন পরিস্তিতিতে থাকার কারণে ট্রাম্প স্থগিত করেন। মেক্সিকো সীমান্তে দেয়াল নির্মাণের অর্থায়ন নিয়ে হোয়াইট হাউস ও বিরোধী ডেমোক্র্যাটদের মধ্যকার মতভিন্নতার কারণে এই অচলাবস্থা সৃষ্টি হয়। সোমবার ন্যান্সি পেলোসি এক চিঠিতে ট্রাম্পকে বলেন, আমি যখন আপনাকে ২৩ জানুয়ারি চিঠি লিখেছিলাম তখন আমি উল্লেখ করেছিলাম যে, সরকার চালু হলে এই বছরের স্টেট অব দ্য ইউনিয়নের ভাষণের জন্য আমরা উভয়েই একটি তারিখ নির্ধারণে কাজ করব।
চিঠিতে পেলোসি আরও লিখেছেন, আজকে আমাদের আলোচনায় আমরা ৫ ফেব্রুয়ারি ভাষণের জন্য সম্মত হয়েছি। তাই, আমি আপনাকে ৫ ফেব্রুয়ারি প্রতিনিধি পরিষদের কক্ষে কংগ্রেসের যৌথ অধিবেশনে স্টেট অব দ্য ইউনিয়ন ভাষণ দেওয়ার আমন্ত্রণ জানাচ্ছি। স্পিকারের এই চিঠির জবাবে ট্রাম্প জানান তিনি আমন্ত্রণ গ্রহণ করেছেন। পাল্টা চিঠিতে ট্রাম্প লিখেছেন, আমন্ত্রণ গ্রহণ করাটা আমার জন্য সম্মানের। আমাদের অনেক কিছুই আছে বলার এবং অনেক কিছু অর্জন করা বাকি আছে। চিঠিটি প্রকাশ করেছে হোয়াইট হাউস।