৪ হাজার পয়েন্ট ছাড়াল ডিএসই সূচক

14

ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক বেড়ে আবার চার হাজার পয়েন্টের ঘর অতিক্রম করেছে। সপ্তাহের তৃতীয় দিন মঙ্গলবার ডিএসইএক্স আগের দিনের চেয়ে ৭ দশমিক ১৫ পয়েন্ট বা দশমিক ১৮ শতাংশ বেড়ে ৪ হাজার ১ দশমিক ৮১ পয়েন্ট হয়েছে। এর আগে গত ৩১ মে এ সূচক ৪ হাজার ৬০ পয়েন্টে ছিল। এরপর তা চার হাজারের নিচে নেমে যায়। ডিএসইতে এদিন ১৩৮ কোটি ৫৬ লাখ টাকার শেয়ার লেনদেন হয়, যা আগের কর্মদিবসে ছিল ১৫০ কোটি ৬ লাখ টাকা।
এ বাজারে লেনদেন হয়েছে ৩১২টি কোম্পানির শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট। এর মধ্যে দর বেড়েছে ৪৭টির; কমেছে ৩৬টির; আর অপরিবর্তিত রয়েছে ২২৯টির দর। খবর বিডিনিউজের
অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) প্রধান সূচক সিএএসপিআই এদিন ৩৫ দশমিক ৯৯ পয়েন্ট বেড়ে ১১ হাজার ৩৭৪ পয়েন্ট হয়েছে, যা আগের দিনের তুলনায় দশমিক ৩১ শতাংশ বেশি। সিএসইতে এদিন ৩ কোটি ৫৮ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে, যা আগের দিন ছিল ৮৯ কোটি ১৭ লাখ টাকা। এ বাজারে লেনদেন হয়েছে ১২০টি কোম্পানির শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ড। এর মধ্যে দর বেড়েছে ২৯টির, কমেছে ১৩টির এবং অপরিবর্তিত রয়েছে ৭৮টির দর।