৪ দিনের রিমান্ডে ইসির কর্মী নাজিম উদ্দিন

18

রোহিঙ্গা ভোটার জালিয়াতিতে জড়িত থাকার অপরাধে গ্রেপ্তার চট্টগ্রাম জেলা নির্বাচন কমিশনের অফিস সহকারী নাজিম উদ্দিনকে জিজ্ঞাসাবাদের জন্য চার দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। গতকাল মঙ্গলবার চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মেহনাজ রহমান এ আদেশ দিয়েছেন।
সোমবার দুপুরে চট্টগ্রাম জেলা নির্বাচন কার্যালয়ের অফিস সহকারী নাজিম উদ্দিনকে গ্রেপ্তার করে কাউন্টার টেরোরিজম ইউনিট। এ নিয়ে পরিচয়পত্র জালিয়াতির ঘটনা প্রকাশ হওয়ার পর থেকে জেলা নির্বাচন কমিশনের চার কর্মচারীসহ ১১ জন বিচারের মুখোমুখি হলো।
চট্টগ্রাম নগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (প্রসিকিউশন) মো. কামরুজ্জামান বলেন, সাত দিনের রিমান্ড আবেদনের প্রেক্ষিতে আদালত নাজিম উদ্দিনকে চার দিনের রিমান্ড মঞ্জুর করেন।