৪র্থ জাতীয় চুকবল চ্যাম্পিয়নশিপে সেরা চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থা

79

বাংলাদেশ চুকবল অ্যাসোসিয়েশনের আয়োজনে ও মেয়র চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সার্বিক সহযোগিতায় অনুষ্ঠিত ৪র্থ জাতীয় চুকবলে চ্যাম্পিয়ন হয়েছে চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থা। ফাইনাল খেলায় চাঁপাইনবাবগঞ্জ জেলা ক্রীড়া সংস্থাকে ৪৬-৩৩ গোলে পরাজিত করে চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থা চ্যাম্পিয়ান হওয়ার গৌরব অর্জন করেছে। এর আগে স্থান নির্ধারণী ম্যাচে যশোর জেলা ক্রীড়া সংস্থা ৫৩-৪১ গোলে রাজশাহী জেলা ক্রীড়া সংস্থাকে পরাজিত করে ৩য় স্থান অর্জন করেছে। চ্যাম্পিয়ানশিপে সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছে চট্টগ্রাম জেলার মো. আলমগীর এবং উদীয়মান খেলোয়াড় নির্বাচিত হয়েছে যশোর জেলার মেহেদী হাসান রাজু।
ঢাকার শহীদ ক্যাপ্টেন এম মনসুর আলী জাতীয় হ্যান্ডবল স্টেডিয়ামে অনুষ্ঠিত চ্যাম্পিয়নশিপের ফাইনাল খেলা ও সমাপনী অনুষ্ঠানে অতিথি ছিলেন জাতীয় ক্রীড়া পরিষদের সচিব মো. মাসুদ করিম। অতিথি ছিলেন চ্টগ্রাম সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. সামসুদ্দোহা। শুভেচ্ছা বক্তব্য রাখেন বাংলাদেশ চুকবল অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক আ ন ম ওয়াহিদ দুলাল। অনুষ্ঠানটি পরিচালনা করেন অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক ও চ্যাম্পিয়ানশিপ পরিচালনা কমিটির সম্পাদক কল্লোল দাশ। সকালে অনুষ্ঠিত দুটি সেমিফাইনালে চট্টগ্রাম জেলা ৫২-৩৮ গোলে রাজশাহী জেলাকে এবং ২য় সেমিফাইনালে তীব্র প্রতিযোগিতার পর চাঁপাইনবাবগঞ্জ জেলা ৫৪-৫৩ গোলে যশোর জেলাকে পরাজিত করে। বিজ্ঞপ্তি