৩ বছর পর সেরেনার শিরোপা

18

টানা তিন বছরের শিরোপা খরা কাটলো সেরেনা উইলিয়ামসের। মা হওয়ার পর এই প্রথম শিরোপা জয়ে হাসলেন মার্কিন কৃষ্ণকলি। অকল্যান্ড ক্লাসিকের ফাইনালে জেসিকা পেগুলাকে হারিয়ে ২০১৭ সালের পর প্রথম ট্রফি উঁচিয়ে ধরার আনন্দে ভাসলেন সেরেনা। ২৩টি গ্র্যান্ড স্ল্যামের মালিক তার স্বদেশি প্রতিপক্ষ আমেরিকান তারকাকে হারিয়েছেন ৬-৩ ও ৬-৪ গেমে। ৩৮ বছর বয়সী সেরেনা শেষ একক শিরোপা জিতেছিলেন ২০১৭ সালে। অস্ট্রেলিয়ান ওপেনই ছিল তার শেষ গ্র্যান্ড স্ল্যাম জয়। এরপর ২০১৮ সালে উইম্বলডন এবং ২০১৯ সালে ইউএস ওপেনের ফাইনাল খেললেও শিরোপা জিততে পারেননি। ২০১৯ সালে রজার কাপের ফাইনালও খেলেছিলেন তিনি। চার দশকের ডব্লিউটিএ ট্যুরের ক্যারিয়ারে এটি তার ৭৩তম শিরোপা।