৩ দিনের ভারতীয় চলচ্চিত্র উৎসব ৭ নভেম্বর শুরু

18

চট্টগ্রাম চলচ্চিত্র কেন্দ্রের আয়োজনে ভারতীয় সহকারী হাইকমিশন চট্টগ্রামের সহযোগিতায় আগামী ৭ থেকে ৯ নভেম্বর থিয়েটার ইন্সটিটিউট চট্টগ্রামের মূল মিলনায়তনে ভারতীয় চলচ্চিত্র উৎসব অনুষ্ঠিত হবে। উৎসবে ভারতের পাঁচটি ভাষার ছয়টি চলচ্চিত্র প্রদর্শিত হবে। ৭ নভেম্বর সন্ধ্যা ৭টায় উৎসবের উদ্বোধন করবেন দেশবরেণ্য সমাজ বিজ্ঞানী প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. অনুপম সেন। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন চট্টগ্রামে ভারতের সহকারী হাই কমিশনার অনিন্দ্য ব্যানার্জী। উদ্বোধনী সন্ধ্যায় প্রদর্শিত হবে নন্দিতা দাশ পরিচালিত ‘মান্টো’। ৮ নভেম্বর বিকাল ৪.৩০টায় প্রদর্শিত হবে বীরসা দাশগুপ্ত পরিচালিত ‘ক্রিসক্রস’ এবং সন্ধ্যা ৭টায় সৃজিত মুখোপাধ্যায় পরিচালিত ‘এক যে ছিল রাজা’। উৎসবের শেষ দিন ৯ নভেম্বর প্রদর্শিত হবে বিকাল ৩টায় হেমন্ত দাশ পরিচালিত ‘তথাপিও নদী’, বিকাল ৪.৩০টায় বিপিন এ্যাটলে পরিচালিত ‘বেন’ এবং সন্ধ্যা ৭টায় প্রতিম দাশগুপ্ত পরিচালিত ‘মাছের ঝোল’। ছবিগুলো বিভিন্ন উৎসবে ইতোমধ্যে প্রশংসিত ও পুরস্কৃত হয়েছে। বিজ্ঞপ্তি