৩৩৩ নম্বরে ফোন পেয়ে মধ্য রাতে ত্রাণ পাঠালেন ইউএনও

78

স্বামী মারা গেছেন অনেক আগেই। বৃদ্ধা শাশুড়ি আর ১ ছেলে ২ মেয়ে নিয়ে কষ্টের সংসার হাটহাজারী উপজেলার বুড়িশ্চর এলাকার এক বিধবা ফেরদৌস আক্তার। স্থানীয় একটি মাদ্রাসায় দৈনিক ১০০ টাকা হিসেবে আয়ার কাজ করে কোন রকমে দিনাতিপাত করেন। তবে সম্প্রতি বৈশ্বিক মহামারি করোনা ভাইরাস (কোভিড-১৯) প্রভাবে ৮ দিন ধরে বন্ধ প্রতিষ্ঠান। ফলে তিনি বেকার হওয়া ফেরদৌস আক্তারের পক্ষে পরিবারের সদস্যদের মুখে খাবার তুলে দেওয়া কঠিন হয়ে দাঁড়ায়। এদিকে সরকার ঘোষিত ত্রাণ সহায়তাও তার পরিবার পায়নি। তাই এ তীব্র সংকটে ক্ষুধাকাতর পরিবারের কথা চিন্তা করে কোনো উপায় না দেখে এ নারী ফোন দেন ৩৩৩ তথ্য সেবা নম্বরে। সেখান থেকে নম্বর নিয়ে হাটহাজারী উপজেরা নির্বাহী অফিসার (ইউএনও) রুহুল আমিনকে ফোন করে খাদ্য সহায়তার প্রয়োজনের কথা জানান গত ১ এপ্রিল মধ্যরাত তার বাসায় ত্রাণ পাঠালেন ইউএনও। এ ব্যাপারে জানতে চাইলে ইউএনও রুহুল আমিন বলেন, করোনাভাইরাসের প্রভাবে এ নারীর আয় বন্ধ হয়ে গেছে। এখনো কারো কাছ থেকে ত্রাণ পাননি তিনি। ফোন বিষয়টি জানার সঙ্গে সঙ্গে তার বাসায় ১০ কেজি চাল, এক কেজি ডাল, এক কেজি পেঁয়াজ, ৫ কেজি আলু এবং দুই লিটার তেল পৌঁছে দিয়েছি।