৩২ শিক্ষার্থীর মুখোমুখি সুবর্ণা মুস্তাফা

180

দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় পড়ুয়া ৩২ জন বাছাইকরা শিক্ষার্থীকে নিয়ে মুখোমুখি বসছেন নন্দিত অভিনেত্রী সুবর্ণা মুস্তাফা। সংবাদভিত্তিক টিভি চ্যানেল নিউজ ২৪-এর উদ্যোগে তার এই বিশেষ বসা। ১৬ জানুয়ারি থেকে যা দর্শকদের কাছে ধারাবাহিকভাবে পৌঁছাবে টিভি স¤প্রচারের মাধ্যমে। এমনটাই জানালেন এই অভিনেত্রী। আরও জানান, এটি কুইজভিত্তিক একটি বিশেষ শো। নাম ‘কুইজিং টাইম’। সপ্তাহের প্রতি বুধ ও বৃহস্পতিবার রাত ১১টায় প্রচার হবে এই শো। এই বিশেষ শো সম্পর্কে সুবর্ণা মুস্তাফার অভিমত এমন, ‘কাজটা বেশ ভালো হচ্ছে। শুটিং চলছে রাজধানীর তেজগাঁওয়ের একটি স্টুডিওতে। আর যে শিক্ষার্থীরা এখানে অংশ নিচ্ছে তারাও বেশ মেধাবী। আশা করছি, অনুষ্ঠানটি দেখে দর্শকরা অনেক কিছু শিখতে পারবেন। কারণ, এই অনুষ্ঠানে বাংলাদেশ সম্পর্কে সাধারণ জ্ঞান, প্রযুক্তি ও আইসিটি, বিশ্ব সংস্কৃতি ও জীবনাচরণসহ বেশকিছু বিষয় থেকে প্রশ্ন রাখার চেষ্টা করবো প্রতিযোগীদের কাছে।’
এদিকে টিভি চ্যানেল নিউজ ২৪ সূত্রে জানা গেছে, এর আগে বিভিন্ন গণমাধ্যমে বিজ্ঞাপন দিয়ে ৩২ জন প্রতিযোগী চূড়ান্ত করেছে প্রতিষ্ঠানটি। সেখান থেকে ৪ জন করে মোট ৮টি দলে ভাগ করা হয়েছে। দ্বিতীয় ধাপে সেখান থেকে টিকে থাকবে ২৪ জন আর তৃতীয় ধাপে ১২ জন। এরপর চূড়ান্ত রাউন্ডের জন্য নির্বাচিত হবেন সেরা ৪ জন। ২২ পর্বের এই প্রতিযোগিতাটির ফাইনাল পর্ব প্রচার হবে ২৮ মার্চ। বিজয়ী পাবেন ট্রফি ও ৫ লাখ টাকার শিক্ষাবৃত্তি। প্রসঙ্গত, এর আগে মাছরাঙা টেলিভিশনের কুইজ শো ‘মিশন টেলিভিশন’-এ উপস্থাপকের আসনে বসেন সুবর্ণা মুস্তাফা।