৩য় আন্তর্জাতিক সুফী ও লোকউৎসবের প্রস্তুতিসভা

33

চট্টগ্রাম নগরে ৩য় আন্তর্জাতিক সুফী ও লোক উৎসব আয়োজনের ব্যাপারে আজ শনিবার সন্ধ্যায় সিটি কর্পোরেশনের কনফারেন্স হলে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র আ জ ম নাছির উদ্দীন সভায় সভাপতিত্ব করেন। সভায় ৩ দিনব্যাপি ৩য় আন্তর্জাতিক সুফী ও লোক উৎসব এবং সম্মেলন অনুষ্ঠানের বিষয়ে বিষদ আলোচনান্তে সম্ভাব্য তারিখ আগামী ২৮,২৯ ও ৩০ মার্চ ২০১৯ চট্টগ্রাম স্টেডিয়ামে অনুষ্ঠানের সিদ্ধান্ত গৃহীত হয়। এই সম্মেলনকে সফল করার লক্ষ্যে সিটি মেয়র আলহাজ্ব আ জ ম নাছির উদ্দীন চেয়ারম্যান ও ইউসুফ মুহম্মদকে জেনারেল সেক্রেটারী করে ১০১ সদস্য বিশিষ্ট ৩য় আন্তর্জাতিক সুফী ও লোক উৎসব কমিটি গঠন করা হয়। সভায় চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র আ জ ম নাছির উদ্দীন উপস্থিত সকলকে ধন্যবাদ জানান। তিনি বলেন, দেশ থেকে জঙ্গীবাদ ও সন্ত্রাস নির্মূল, বোধ, বুদ্ধি সম্পন্ন মানস তৈরী ও সুন্দর সমাজ বিনির্মানে এই ধরণের সম্মেলন ও উৎসবের আয়োজন অতীব গুরুত্বপূর্ণ। সভায় প্রেস ক্লাব সাধারণ সম্পাদক শুকলাল দাশ, শিল্পী ইকবাল হায়দার, শাহেদা নাসরীন, মহিউদ্দিন শাহ আলম নিপু, মোহাম্মদ কামাল হোসেন, মোহাম্মদ মামুন শরীফ, আসিফ আহমেদ মির্জা, মো. জহিরুল আলম, দাউদ আবদুল্লাহ, প্রফেসর ড.ওবায়দুল করিম ও মো. ইকবাল হোসেন উপস্থিত ছিলেন। উৎসবে বাংলাদেশ, ভারত, মিশর, ইরান, তুরস্কসহ বিশ্বের বিভিন্ন দেশ থেকে প্রায় শতাধিক সুফী ও লোক সংগীত শিল্পী অংশ গ্রহণ করবেন। বিজ্ঞপ্তি