২৭ জুলাই থেকে শুরু প্রিমিয়ার লিগের দলবদল

27

করোনাভাইরাসে ওলটপালট ফুটবল ক্যালেন্ডার। ইউরোপিয়ান ফুটবল মৌসুম শেষ হয়ে এতদিনে চলতো নতুন মৌসুমের প্রস্তুতি। দলবদলের বাজার সরগরম থাকতো ইউরোর ঝনঝনানিতে। অথচ মৌসুমই শেষ হয়নি এখনও! তবে শেষ হওয়ার পথে থাকা প্রিমিয়ার লিগ ইতিমধ্যে সামনের মৌসুমের প্রস্তুতি শুরু করে দিয়েছে। জানিয়ে দেওয়া হয়েছে ইংলিশ ফুটবলের গ্রীষ্মকালীন দলবদলের সময়। ২৭ জুলাই থেকে ৫ অক্টোবর- ১০ সপ্তাহ ধরে ক্লাবগুলো সুযোগ পাবে নিজেদের দল গোছানোর। বুধবার নিজেদের ওয়েবসাইটে দেওয়া বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে প্রিমিয়ার লিগ কর্তৃপক্ষ। যদিও তাদের এই দলবদলের সময়কাল নির্ভর করছে ফিফার অনুমতি সাপেক্ষে।
ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রণ সংস্থা থেকে সবুজ সংকেত এলে আরও কোনও বাধা থাকবে না। এমনিতে মে থেকে দলবদল শুরু হয়ে যায় ইংল্যান্ডে, চলে আগস্ট পর্যন্ত। কিন্তু করোনাভাইরাসের কারণে এবার লম্বা সময় খেলা বন্ধ থাকায় যেহেতু মৌসুম শেষ করা যায়নি, তাই দলবদলের সময়কালও পিছিয়ে গেছে।