২৫ মার্চের গণহত্যা কলঙ্কজনক অধ্যায় : শিক্ষা উপমন্ত্রী

41

২৫ মার্চের গণহত্যা শুধু এক রাতের হত্যাকান্ড ছিল না। এটা ছিল মূলত বিশ্ব সভ্যতার জন্য এক কলংকজনক জঘণ্যতম গণহত্যা। যা জাতিসংঘ গৃহিত জেনোসাইড কনভেনশন শীর্ষক ঐতিহাসিক সিদ্ধান্তে বর্ণিত গণহত্যার চূড়ান্ত উদাহরণ। যা আমাদের কাছে কালো রাত হিসাবে বিবেচিত। গতকাল দুপুরে দুবাই বাংলাদেশ কনস্যুলেটে গণহত্যা দিবস পালন উপলক্ষে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল এসবকথা বলেন। দুবাই নিযুক্ত কনস্যাল জেনারেল ইকবাল হোসেন খানের সভাপতিত্বে ও দূতাবাস প্রধান প্রবাস লামারাং এর সঞ্চালনায় এতে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ সরকারের শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল।
রাষ্ট্রপতির বাণী পাঠ করেন কমার্শিয়াল কাউন্সিলর ড. রফিক আহমেদ। প্রধানমন্ত্রীর বাণী পাঠ করেন লেভার কাউন্সেলর মিস ফাতেমা জাহান। গণহত্যা দিবসের উপর ১৯ মিনিটের একটি প্রামাণ্যচিত্র দেখানো হয়। অনুষ্ঠানে কমিউনিটির নেতৃবৃন্দের মধ্যে বক্তব্য রাখেন আবু জাফর চৌধুরী, অধ্যাপক এম এ সবুর, বিমান বাংলাদেশ দুবাই ও উত্তর আমিরাতের রিজিওনাল ম্যানেজার দিলিপ কুমার তালুকদার, ইসমাইল গণী চৌধুরী, পেয়ার মোহাম্মদ, কাজী মোহাম্মদ আলী, শফিকুল ইসলাম, শাহ মোহাম্মদ মাকসুদ, আবুল কাশেম ও মহিলা নেত্রী মিসেস কাওসার নাজ সহ অনেকে। আলোচনা শেষে সকল শহীদের আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। বিজ্ঞপ্তি