২৫ বছর কেউ গান গাইতে ডাকেনি : দিলরুবা খান

180

‘দেখা আরিচা ঘাটে, শাহজালাল ফেরীতে, রংপুরিয়া এক ছোকরা বন্ধুর সাথে’ কিংবা ‘পাগল মন, মন রে মন কেন এত কথা বলে’ শ্রোতাপ্রিয় এই গানগুলোর কথা বললেই মনে আসে খ্যাতিমান কণ্ঠশিল্পী দিলরুবা খানের কথা। নব্বই দশকের শুরুর দিকে ‘দেখা আরিচা ঘাটে’ গানটি দিয়েই শ্রোতাদের মন জয় করে নেন দিলরুবা খান। এরপর ‘পাগল মন’ তাকে এনে দেয় সার্বজনীন জনপ্রিয়তা। এরই মধ্যে সংগীত জীবনের তিন দশক পার করেছেন গুণী এই শিল্পী। নতুন খবর হলো দীর্ঘ ২৫ বছর পরে সিনেমার গানে ফিরলেন দিলরুবা খান। গেল ৩ সেপ্টেম্বর সরকারি অনুদানের শিশুতোষ ছবি ‘পায়রার চিঠি’তে ‘জান রে’ শিরোনামের একটি গান গেয়েছেন তিনি। ফোক ধাঁচের এই গানটি লিখেছেন ও সুর করেছেন সিনেমাটির পরিচালক নিশীথ সূর্য্য। গানটির সংগীতায়োজন করেছেন মুশফিক লিটু।
অনেক দিন পরে সিনেমার গান গাওয়া প্রসঙ্গে দিলরুবা খান জাগো নিউজকে বলেন, ‘২৫ বছর পর সিনেমার গানে কণ্ঠ দিলাম। ২৫ বছর কেউ গান গাইতে ডাকেনি বলেই গাওয়া হয়নি। শেষ কোন ছবির জন্য গেয়েছিলাম তাও মনে নেই। এই গানটি গেয়ে ভালো লাগছে। কথা ও সুর দারুণ। এখন থেকে নিয়মিত গাইতে চাই।’ দিলরুবা খান আরও বলেন, ‘আমি নিয়মিত গান গেয়ে যাচ্ছি। সিনেমাতে আমাকে গাইতেই হবে সেটাও ঠিক না। আমি গান গাই এটাই আমার পরিচয়। আমি আনন্দিত আমি একজন কণ্ঠশিল্পী।’