২৪ জুন শিল্পকলা মঞ্চে তারুণ্যের উচ্ছ্বাসের ‘শতকন্ঠে কবিতা’

58

বাংলাদেশের অন্যতম সমৃদ্ধ ও সক্রিয় আবৃত্তি সংগঠন ‘তারুণ্যের উচ্ছ্বাস’ এবছর পথচলার একযুগ পূর্ণ করছে। প্রতিষ্ঠার যুগপূর্তির বছরটিকে স্মরণীয় করে রাখতে দর্শনীর বিনিময়ে বছরব্যাপী যুগপূর্তি অনুষ্ঠানমালার আয়োজন করছে ২০০৭ সালে যাত্রা শুরু করা সংগঠনটি। বছরব্যাপী যুগপূর্তি অনুষ্ঠানমালার ষষ্ঠ আয়োজন ‘শতকন্ঠে কবিতা’ শীর্ষক আবৃত্তিসন্ধ্যা আগামী ২৪ জুন সোমবার সন্ধ্যা ৬টায় চট্টগ্রাম জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে অনুষ্ঠিত হবে। তারুণ্যের উচ্ছ¡াসের বড়দের ও ছোটদের বিভাগের ১০০জন শিল্পী এ আয়োজনে আবৃত্তি পরিবেশন করবেন। বড়দের বিভাগের শিল্পীরা পরিবেশন করবেন কবি ওমর কায়সার, দিলীপ দাশ, নাজিমুদ্দীন শ্যামল, নির্মলেন্দু গুণ, শামসুর রাহমান, আসাদ চৌধুরী, রুদ্র মুহাম্মদ শহীদুল্লাহ, মহাদেব সাহা, শহীদ কাদরী এবং হেলাল হাফিজের কবিতা। ছোটদের বিভাগের শিল্পীরা পরিবেশন করবে রবীন্দ্রনাথ ঠাকুর, কাজী নজরুল ইসলাম, সুকুমার রায়, রাশেদ রউফ এবং উৎপলকান্তি বড়–য়ার ছড়া। অনুষ্ঠানের উদ্বোধনী পর্বে অতিথি হিসেবে উপস্থিত থাকবেন চট্টগ্রাম প্রেসক্লাবের সাধারণ সম্পাদক চৌধুরী ফরিদ, চট্টগ্রাম জেলা শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক সাইফুল আলম বাবু এবং আশকারী এন্ড এসোসিয়েটসের প্রধান এডভোকেট হোসাইন আল আশকারী। অনুষ্ঠানের প্রবেশ টিকেট পঞ্চাশ টাকা। টিকেট অনুষ্ঠানের আগে হল কাউন্টারে পাওয়া যাবে।
বছরব্যাপী যুগপূর্তি অনুষ্ঠানমালা প্রসঙ্গে তারুণ্যের উচ্ছ¡াস সাধারণ সম্পাদক বলেন, ‘প্রতিষ্ঠার পর থেকে কবিতার বিশুদ্ধ কথামালাকে শক্তি করে বিগত একযুগ তারুণ্যের উচ্ছ¡াস সমৃদ্ধ হয়েছে নানা আয়োজন উৎসবে অভিজ্ঞতায়। তারুণ্যের উচ্ছ¡াস প্রতিষ্ঠালগ্ন থেকেই মুক্তিযুদ্ধের চেতনায় দেশের গণতান্ত্রিক ও প্রগতিশীল সাংস্কৃতিক আন্দোলনে মঞ্চে ও প্রয়োজনে রাজপথে সোচ্চার ছিল। আমরা বিগত সময়ের অভিজ্ঞতাকে সঞ্চয় করে ২০১৯ সালে বছরব্যাপী আবৃত্তি অনুষ্ঠান, সেমিনার, প্রতিযোগিতা, প্রযোজনা ও উৎসব আয়োজনের মধ্য দিয়ে যুগপূর্তির বছরটিকে আরও সৃষ্টিমুখরতায় স্মরণীয় করে রাখার উদ্যোগ নিয়েছি। প্রতিটি আয়োজনে বিগত সময়ের মতো আমরা সংস্কৃতিপ্রেমী সবাইকে পাশে চাই। বিজ্ঞপ্তি