২৩২ রান যথেষ্ট নয় : মাশরাফি

42

নিউজিল্যান্ড সফরের শুরুতেই হোঁচট খেল বাংলাদেশ। তিন ম্যাচের ওয়ানডে সিরিজ শুরু হলো হার দিয়ে। বুধবার আগে ব্যাটিং করা বাংলাদেশ থেমেছে ২৩২ রানে। জবাবে ২ উইকেট হারিয়ে ৩৩ বল আগেই জয়ের লক্ষ্যে পৌঁছে গেছে স্বাগতিকরা। এমন হারের কারণ হিসেবে ব্যাটিংকেই দুষলেন অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা। পুরস্কার বিতরণী মঞ্চে মাশরাফি বলেছেন, ‘জয়ের জন্য ২৩২ রান যথেষ্ট নয়।’
টপ অর্ডারের ব্যর্থতার পরও মিঠুন-সাইফউদ্দিনের রেকর্ড ৮৪ রানের জুটির কল্যাণে বাংলাদেশ কোনমতে স্কোরবোর্ডে জমা করতে সমর্থ হয় ২৩২ রান। ৪২ রানে দ্রুত চার উইকেট হারিয়ে খেই হারায় সফরকারী দল। মাশরাফি মনে করেন, ‘আমাদের জন্য বেশ কঠিন সময় গেছে। ব্যাটিংয়ের সময়টাতে আমরা অনেক সংগ্রাম করেছি। শুরুতেই আমরা উইকেট হারিয়েছি। এই ধরনের উইকেটে ২৩২ রান ভালো স্কোর নয়।’
ব্যাটিংকে দুষলেও বোলিং একেবারে খারাপ হয়নি বলে দাবি করেন মাশরাফি, ‘শুরুতে কিছু উইকেট নিতে পারলে ম্যাচের নিয়ন্ত্রণ নেওয়া যেত। কিন্তু পারিনি। বোলিংটা একেবারে খারাপ হয়নি।’
নিউজিল্যান্ডের কঠিন কন্ডিশনে বাংলাদেশ, সঞ্চালকের এক প্রশ্নের জবাবে মাশরাফি অবশ্য কোনও অজুহাত দাঁড় করালেন না, ‘আমি কোন অজুহাত দাঁড় করাচ্ছি না। তবে এই ধরনের কন্ডিশনে খেলা আমাদের জন্য সব সময়ই কঠিন। এমন কন্ডিশনের সঙ্গে মানিয়ে নিতে কমপক্ষে এক সপ্তাহ প্রয়োজন। কিন্তু আমরা সেই সুযোগটি পাইনি।’
আগামী ১৬ ফেব্রুয়ারি ক্রাইস্টচার্চে দ্বিতীয় ওয়ানডেতে স্বাগতিকদের মুখোমুখি হবে বাংলাদেশ। ওই ম্যাচের আগে ব্যাটিং নিয়ে কাজ করতে বললেন সবাইকে, ‘পরের ম্যাচে আমাদের ফিরে আসতে হবে। ব্যাটিং নিয়ে আমাদের কাজ করতে হবে। সামনে কয়েকটা দিন বিরতি আছে। আশা করি মানিয়ে নেওয়ার সুযোগ পাবো।’