২২ রোটারি ক্লাবের ডেঙ্গু সচেতনতা কার্যক্রম শুরু

62

রোটারি ৩২৮২ জেলা কর্ণফুলী জোনের ২২টি ক্লাবের উদ্যোগে সপ্তাহব্যাপী ডেঙ্গু সচেতনতামূলক প্রচারণা গতকাল শনিবার শুরু হয়েছে । বেলা আড়াইটায় চট্টগ্রাম রেলওয়ে স্টেশনে যাত্রীদের মাঝে লিফলেট বিতরণ ও সচেতনতামূলক পথসভার মাধ্যমে কার্যক্রমের সূচনা হয়। কার্যক্রমের সূচনা করেন রোটারিয়ান প্রফেসর জাহাঙ্গীর চৌধুরী। সংক্ষিপ্ত বক্তব্যে তিনি বলেন, ‘এ মুহূর্তে ডেঙ্গু আমাদের বড় সমস্যা । অথচ আমরা সচেতন হলে খুব সহজেই এ মহামারি থেকে নিজেদের বাঁচাতে পারি। তাই সকলকে একযোগে কাজ করে ডেঙ্গু নির্মূল করতে হবে।’ তিনি চট্টগ্রামের ২২টি রোটারি ক্লাবের একযোগে ডেঙ্গু নির্মূল অভিযানে কার্যক্রম পরিচালনাকে ইতিবাচক বলে মন্তব্য করে বলেন ‘এর মাধ্যমে সমাজ যেমন উপকৃত হবে তেমনি রোটারিতে সহমর্মিতার ভিত্তিও অনেক শক্ত হবে।’ এ সময় উপস্থিত ছিলেন রোটারিয়ান আজিজুল হক, হাসিনা আক্তার লিপি, রাকিবুল ইসলাম, আরিফ শাহীন, শেখ জামাল আহমেদ। ক্লাব প্রেসিডেন্টদের মধ্যে উপস্থিত ছিলেন ডা. শহীদুল্লাহ কায়সার, এড. জহির উদ্দীন মাহমুদ, শহীন আলম সরকার, ডা. সুমন রহমান চৌধুরী, সুদীপ কুমার চন্দ, শায়লা মাহমুদ, আয়েশা বেগম, তবারক হোসেন চৌধুরী, দেবদুলাল ভৌমিক। এছাড়াও ডিআরআর আহাদ ও রোটারেক্ট ডিস্টিক্ট সেক্রেটারি মামুনসহ রোটারেক্টবৃন্দ এ সময় উপস্থিত থেকে যাত্রীদের লিফলেট বিতরণে সহযোগিতা করেন। পুরো কার্যক্রমে অংশগ্রহণকারী ক্লাবগুলো ডাউন টাউন, হিলটাউন, সিটি, কমার্শিয়াল সিটি, ইস্ট, পাইওনিয়ার, রোজ গার্ডেন, ওয়াটার ফল, এলিগেন্স, বে-ভিউ, আগ্রাবাদ, কসমোপলিটন, এনশিয়েন্ট চিটাগাং, এলিট, হেরিটেইজ, হিলসিটি, মেরিনসিটি, নর্থ, পোর্ট সিটি, বেঙ্গল সিটি, সাগরিকা ও সাউথ। সপ্তাহব্যাপী কার্যক্রমের মধ্যে রয়েছে দ্বিতীয়দিন আজ ১১ আগস্ট নতুন ব্রিজ বাসস্ট্যান্ড, ১২ আগস্ট জামিয়াতুল ফালহা মসজিদ, ১৩ আগস্ট ফয়স লেক, ১৪ আগস্ট স্টেডিয়াম এলাকা, ১৫ আগস্ট শহীদ মিনার এলকায় লিফলেট বিতরণ ও পথসভা। ১৬ আগস্ট বিকাল ৫টায় ডায়াবেটিক হাসপাতাল মিলনায়তনে সেমিনারের মাধ্যমে কার্যক্রম সম্পন্ন হবে। বিজ্ঞপ্তি