২০ টাকার মাস্ক ২শ টাকা ৫ হাজার টাকা জরিমানা

22

বান্দরবানে করোনা ভাইরাস প্রতিরোধে সার্জিক্যাল মাস্কের দাম নিয়ন্ত্রণে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করা হয়েছে।
গতকাল সোমবার দুপুরে বান্দরবান বাজারে ২০ টাকার মাস্ক ২০০ টাকায় বিক্রি করার অপরাধে ভোক্তা অধিকার আইন ২০০৯ এর ৪০ নম্বর ধারায় শুভেচ্ছা কসমেটিক্স অ্যান্ড গিফট হাউজ থেকে ৫ হাজার টাকা জরিমানা আদায় করেছে বান্দরবান জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. কায়েসুর রহমান।
এসময় মো. কায়েসুর রহমান বলেন, সাম্প্রতিক সময়ে সারাবিশ্বে করোনা ভাইরাসে আক্রান্তের খবরে মাস্ক কিনতে মানুষের ভিড় বেড়েছে দোকানে, আর এই সুযোগে এক শ্রেণির অতি মুনাফালোভী ব্যবসায়ী সাধারণ মানুষের কাছ থেকে অতিরিক্ত টাকা হাতিয়ে নিচ্ছে। এমন অভিযোগের ভিত্তিতে আজ আমরা ভ্রাম্যমাণ আদালতের আভিযান পরিচালনা করে বান্দরবান বাজারের শুভেচ্ছা কসমেটিক্স অ্যান্ড গিফট হাউজেকে ৫ হাজার টাকা জরিমানা করি। তিনি আরও বলেন, আগামীতে ও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
এসময় মো. কায়েসুর রহমান ছাড়াও জেলা প্রশাসনের পেশকার মো. নাজমুল হুদা, বান্দরবান সদর থানা সাব ইন্সপেক্টর মো. মাজাহারুল হকসহ প্রমুখ উপস্থিত ছিলেন।