২০২৩ বিশ্বকাপে খেলবেন ডি ভিলিয়ার্স!

28

৩০ মে থেকে শুরু হতে চলা ২০১৯ বিশ্বকাপে খেলার কোনো সম্ভাবনা নেই এবি ডি ভিলিয়ার্সের। কিন্তু চার বছর পর ভারতের মাটিতে অর্থাৎ ২০২৩ বিশ্বকাপে খেলার সম্ভাবনা উসকে দিলেন সাবেক প্রোটিয়া ব্যাটসম্যান। ইংল্যান্ড ও ওয়েলসের মাটিতে ১২ দিন পর শুরু হবে ওয়ানডে বিশ্বকাপের দ্বাদশ সংস্করণ। কেনিংটন ওভালে ৩০ মে উদ্বোধনী ম্যাচে মুখোমুখি আয়োজক ইংল্যান্ড ও চোকার্স খ্যাত দক্ষিণ আফ্রিকা। গত বছর আন্তর্জাতিক ক্রিকেটকে গুডবাই জানানোয় বিশ্বকাপের দলে নেই এবি ডি। রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের হয়ে দ্বাদশ আইপিএল খেললেও দ্বাদশ বিশ্বকাপটা টেলিভিশনের পর্দায় দেখবেন সাবেক প্রোটিয়া অধিনায়ক। তবে পরের বিশ্বকাপে খেলার সম্ভাবনা উসকে দিলেন এবি ডি। এই বিশ্বকাপে শুধু তিনি নন, ধোনিও খেলতে পারেন বলে মনে করেন এবি ডি।