২য় ম্যাচেও হার খুলনা টাইটানসের

39

ব্যাটিং ব্যর্থতায় দ্বিতীয় ম্যাচে বড় ব্যবধানে হেরেছে খুলনা টাইটানস। বিপিএলে আগের ম্যাচে জয়ের কাছে চলে গিয়েছিলো খুলনা টাইটানস। ব্যাটসম্যানরা জ্বলে উঠতে না পারায় হার ছিলো সঙ্গী। পরের ম্যাচে ব্যাটিংটা হলো আরও বিবর্ণ। আসা যাওয়ার মিছিলে ঢাকা ডায়নামাইটসের কাছে ১০৫ রানের বড় ব্যবধানে হেরেছে খুলনা। ঢাকার ছুড়ে দেওয়া ১৯৩ রানের লক্ষ্যে খেলতে নেমে দ্রুত উইকেট পড়লেও পাওয়ার প্লের ফায়দা নিতে পেরেছে খুলনা টাইটানস। তাই স্কোর বোর্ডে পর্যাপ্ত রান থাকার পরেও এক জুনায়েদ ছাড়া আর কোনও ব্যাটসম্যান আগ্রাসী রূপ দেখাতে পারেননি। আসা যাওয়ার মিছিলে ১৩ ওভারে তারা গুটিয়ে যায় ৮৭ রানে। খুলনার শুরুটা আশা জাগানিয়া ছিলো না গত ম্যাচের মতো। বল হাতে সফলতা দেখালেও ব্যাট হাতে ব্যর্থ ছিলেন ওপেনার পল স্টার্লিং। মাত্র ১ রানে ঢাকা অধিনায়ক সাকিবের ঘূর্ণিতে রাসেলকে ক্যাচ দিয়ে ফেরেন। তবে জুনায়েদ সিদ্দিক হাত খুলে খেলতে থাকেন অপর প্রান্তে। তার ব্যাটে শুরুর বিপদ সামাল দেওয়া গেছে স্কোর বোর্ড সমৃদ্ধ করতে পেরে। অপর প্রান্তে থিতু হননি উইকেটকিপার জহুরুল ইসলাম। নারিনের ঘূর্ণিতে রুবেলকে ক্যাচ দিয়ে ফেরেন মাত্র ১ রানে। পরের ওভারে জুনায়েদকে বিদায় দেন সাকিব। তার ঘূর্ণিতে স্লগ সুইপ খেলতে গিয়ে ধরা পড়েন মিজানুর রহমানের হাতে। ১৬ বলে ৩১ রানে ফেরেন জুনায়েদ। এমন দ্রুত উইকেট পতনে চাপে পড়ে যাওয়া খুলনার বিপদ আরও বেড়ে যায় অধিনায়ক মাহমুদউল্লাহর বিদায়ে। শুভাগতর স্পিনে পুল করেছিলেন ডিপ মিড উইকেটে। ক্যাচ লুফে নিতে ভুল করেননি পোলার্ড। তার বিদায়ের পর আর প্রতিরোধ গড়তে পারেনি খুলনা।
আসা যাওয়ার মিছিল ছিলো অধিনায়কের বিদায়ের পরেও। সঙ্গে যোগ হয় রান আউটের মহড়া। শেষ ব্যাটসম্যান আলি খান ইনজুরিতে থাকায় ৮৭ রানেই শেষ হয় মাহমুদউল্লাহদের ইনিংস।
ঢাকার হয়ে ১৮ রানে তিনটি উইকেট নেন সাকিব। দুটি নেন সুনিল নারিন। একটি করে নেন শুভাগত ও মোহর শেখ।
প্রথম ম্যাচের মতো দ্বিতীয় ম্যাচেও টস হেরে বিশাল সংগ্রহ গড়ে ঢাকা ডায়নামাইটস। তাদের সংগ্রহ ছিলো ৬ উইকেটে ১৯২ রান। জাজাইয়ের ঝড়ো ইনিংস বড় সংগ্রহের ভিত্তি গড়ে দেয় ঢাকার। বল হাতে খুলনা শেষ দিকে পাল্টা আঘাত হানলেও রানের চাকা আটকাতে পারেনি। উল্টো কিছু ক্যাচ মিসের ঘটনা ভোগান্তি বাড়ায় তাদের। জাজাইয়ের ৩৬ বলে করা ৫৭ রান ছিলো সর্বোচ্চ। খুলনার হয়ে দুটি করে উইকেট নেন ডেভিড উইজ ও পল স্টার্লিং। একটি করে নেন আলি খান ও মাহমুদউল্লাহ। ম্যাচসেরা ঢাকা ডায়নামাইটসের জাজাই।