১ হাজার ডলার রেমিট্যান্স পাঠালেই মিলবে প্রণোদনা

28

প্রবাসীদের বৈধপথে রেমিট্যান্স পাঠানোয় উৎসাহী করতে সরকার দুই শতাংশ প্রণোদনা দেওয়ার যে ঘোষণা দিয়েছে, তা পেতে বছরে কম করে হলেও এক হাজার ডলার দেশে পাঠাতে হবে। বুধবার বাংলাদেশ ব্যাংকের জাহাঙ্গীর আলম কনফারেন্স হলে ২০১৯-২০ অর্থবছরের মুদ্রানীতি ঘোষণার অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ তথ্য জানান বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর আহমেদ জামাল। তিনি বলেন, প্রবাসী বাংলাদেশিদের বৈধপথে রেমিট্যান্স পাঠাতে সরকার যে প্রণোদনা দেওয়ার ঘোষণা দিয়েছেন, তার আলোকে কেন্দ্রীয় ব্যাংক থেকে একটি নীতিমালা করে অর্থমন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগে পাঠানো হয়েছে। আহমেদ জামাল বলেন, আমরা ওই নীতিমালায় প্রবাসীদের ২ শতাংশ হারে রেমিট্যান্স পাঠানোর প্রণোদনা দেওয়ার জন্য বছরে সর্বনিম্ন এক হাজার ডলার পাঠানোর কথা বলেছি। এটি আমাদের প্রাথমিক প্রস্তাব। বার্তা সংস্থার খবর