১ লাখ ইয়াবাসহ ১১ মিয়ানমার নাগরিক আটক

56

সেন্টমার্টিনের সমুদ্রে ফিশিং ট্রলারে থাকা মিয়ানমারের ১১ নাগরিককে আটক করা হয়েছে। এসময় তাদের কাছে পাওয়া যায় ১ লাখ পিস ইয়াবা। শুক্রবার ভোরে দ্বীপের দক্ষিণ-পূর্ব সমুদ্রে এ অভিযান চালায় কোস্টগার্ড।
আটককৃতরা হলেন- মংডু টাউনশিপের মংনিপাড়া এলাকার ট্রলার মাঝি মোহাম্মদ নবী (২০), কবির আহমেদ (৩৫), আমানুল্লাহ (১৮), তারেক উল্লাহ (১৪), কামাল উদ্দিন (২০), মোহাম্মদ ছাবের (১৮), মোহাম্মদ রিয়াজ (১৪), মো.শাকের (১৬), মো.ফয়সাল (১৬), মো. রহমত উল্লাহ (১৯), মো. রিয়াজ (১৮)।
কোস্টগার্ড স্টেশন টেকনাফ এর ইনচার্জ লেফটেন্যান্ট কমান্ডার ফয়েজুল ইসলাম মন্ডল জানান, মিয়ানমার থেকে গভীর সমুদ্রপথে ফিশিং ট্রলারে ইয়াবার একটি বড় চালান বাংলাদেশে ঢোকার সংবাদ পেয়ে অভিযান চালানো হয়। এসময় একটি ফিশিং ট্রলারে তল্লাশি চালিয়ে মায়ানমারের ১১ নাগরিককে আটক করা হয়, জব্দ করা হয় এক লাখ পিস ইয়াবা। ইয়াবা পাচারে ব্যবহৃত ট্রলারটিও জব্দ করা হয়েছে। ইয়াবার চালানটি কোথায় নেয়া হচ্ছিলো, তা জানতে আটককৃতদের জিজ্ঞাসাবাদ করবে পুলিশ। তাদের টেকনাফ মডেল থানায় হস্তান্তর ও মামলা দায়ের করা হয়েছে।