১ লক্ষ কোটি গাছ রোপণেই বিশুদ্ধ বায়ুমন্ডল

40

এক লক্ষ কোটি গাছ রোপন করলে ফিরে পাওয়া যাবে শত বছর আগের বিশুদ্ধ বায়ুমন্ডল।
সুইজারল্যান্ডের জুরিখে সুইস ফেডারাল ইনস্টিটিউট অফ টেকনোলজির একটি গবেষণার বরাতে আন্তর্জাতিক বিজ্ঞান জার্নাল ‘সায়েন্স’-এর প্রকাশিত প্রতিবেদনে এই তথ্য উঠে আসে। এতে আরো বলা হয়, জলবায়ূ পরিবর্তনের কারণে পৃথিবীর উষ্ণতা বাড়ছে। ফলে দ্রæত গলছে মেরু অঞ্চলের বরফ।
গবেষণায় আরো ওঠে আসে, শিগগিরি এক লক্ষ কোটি গাছ লাগানো গেলে, বায়ুমন্ডলে যে পরিমাণ কার্বন জমা হয়েছে তার ২৫ শতাংশই নরিয়ে ফেলা সম্ভব। আর এজন্য প্রয়োজনীয় ৯০ লক্ষ বর্গ কিলোমিটার খালি এলাকা পৃথিবীতে রয়েছে বলেও জানানো হয়।