১৮ বছরের আগে শিক্ষার্থীর হাতে স্মার্টফোন না দেওয়ার অনুরোধ

38

চট্টগ্রাম সিটি কর্পোরেশন ১৩নং পাহাড়তলী ওয়ার্ডের কাউন্সিলর ও বিদ্যালয় পরিচালনা পরিষদের সভাপতি মোহাম্মদ হোসেন হীরন বলেছেন, আজকের শিক্ষার্থীদেরকে আগামীর সোনার বাংলা গঠন করতে এখন হতে পড়ালেখা করে সুনাগরিক হিসেবে গড়ে উঠতে হবে। শিক্ষার্থীদের বিদ্যালয়ের পাঠদান ও বিদ্যালয়ের বিশেষ ক্লাসে নিয়মিত উপস্থিত থাকতে হবে। শিক্ষকদের কাছ থেকে শ্রেণির পাঠদান আদায় করে নিতে হবে। শিক্ষার্থীদেরকে ইন্টারনেট ব্যবহারে অনেক সচেতন হতে হবে এক্ষেত্রে শিক্ষকদের পাশাপাশি প্রত্যেক অভিভাবকদের সচেতন হতে হবে। বর্তমানে স্কুলপড়–য়া শিক্ষার্থীদের হাতে স্মার্টফোনের ব্যবহার দিনদিন বৃদ্ধি পাচ্ছে। এই জন্য শিক্ষার্থীদের চেয়েও অভিভাবকরাই দায়ী বেশি। তাই ১৮ বছরের আগে কোন শিক্ষার্থীদের হাতে স্মার্টফোন তুলে না দেওয়ার জন্য অভিভাবকদের প্রতি অনুরোধ জানান তিনি।
গতকাল দুপুর ১২টায় খুলশী থানাধীন ১৩নং পাহাড়তলী ওয়ার্ডস্থ টিকেট প্রিন্টিং প্রেস কলোনী হাইস্কুলের ৮ম ও ১০ম শ্রেণির শিক্ষার্থীদের সমাপনী ক্লাসের অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহŸান জানান। বিদ্যালয়ের প্রধান শিক্ষক মৃনাল কান্তি দাশের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে শিক্ষার্থীদের উদ্দেশ্যে উপদেশমূলক বক্তব্য দেন সমাজসেবক মো. মাহমুদুর রহমান মাহমুদ, যুবলীগ নেতা মাসুদ রানা, মো. শরীফুল ইসলাম, মো. জসিম উদ্দিন, বিদ্যালয়ের পরিচালনা পরিষদের সদস্য এজেডএম মাহমুদুল ইসলাম মানিক, মো. দেলোয়ার হোসেন কিরণ, আব্দুল মান্নান, আবুল কালাম আজাদ, মহিলা অভিভাবক সদস্য তামান্না খানম নাজমা, শিক্ষিকা শিরিন সুলতানা, বাহার উদ্দিন, তাহেরা খাতুন, নাদিরা পারভিন, ফরিদা বেগম, মোমিনুল হক প্রমুখ। বিজ্ঞপ্তি