১৭ হাজার পরিবারে ত্রাণ কাউন্সিলর প্রার্থী ওয়াসিমের

39

করোনার ভয়াল ছোবলে বর্তমান পুরো বিশ্ব আজ স্তম্ভিত। কোনোভাবেই নিয়ন্ত্রণ করা যাচ্ছে না এর প্রাদুর্ভাব। বেড়েই চলেছে আক্রান্তের সংখ্যা থামছে না মৃত্যুর মিছিল। করনার কাছে চিকিৎসাবিজ্ঞান ও আজ বড় অসহায়। যার প্রাদুর্ভাব এসে লেগেছে বাংলাদেশেও। বাংলাদেশের দিনে দিনে বেড়েই চলেছে আক্রান্তের সংখ্যা, পাশাপাশি মৃত্যুর সংখ্যাও। এই অবস্থায় সরকার ভাইরাসটিকে নিয়ন্ত্রণ রাখার জন্য গত ২৬ শে মার্চ থেকে সরকারি ছুটি ঘোষণা করেছে। পাশাপাশি কলকারখানা বন্ধ ও মানুষকে ঘরে থাকার জন্য আহব্বান জানান। ফলে বেশিরভাগ মানুষই কর্মহীন হয় পড়েছে। মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা দলীয় সকল নেতাকর্মীকে কর্মহীন মানুষের পাশে দাঁডানোর জন্য নির্দেশ দেন। প্রধানমন্ত্রীর আহব্বানের সারা দিয়েছে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত চট্টগ্রাম সিটি কর্পোরেশন ১৩নং পাহাডতলী ওয়ার্ড কাউন্সিলর পদপ্রার্থী মোঃ ওয়াসিম উদ্দিন চৌধুরী অসহায় কর্মহীন মানুষের পাশে দাঁডান। ব্যতিক্রম উদ্যোগ নিয়ে তিনি ও তার সহধর্মিনী রাতের আধারে সামাজিক দূরত্ব বজায় রেখে প্রত্যেক ঘরে ঘরে ত্রাণ পৌঁছে দিয?েছেন। যখন অনেক জনপ্রতিনিধি সরকারি ত্রান নিয়ে করছে লুকোচুরি, অনেক বিত্তশালী দিয়েছে গা-ঢাকা। তখনই প্রধানমন্ত্রীর নির্দেশে ও মানবিক দায?বদ্ধতা থেকে সাবেক ছাত্রনেতা, বর্তমান চট্টগ্রাম মহানগর যুবলীগের সদস্য মোঃ ওয়াসিম উদ্দিন চৌধুরী ধারাবাহিকভাবে প্রায় ১৭ হাজার পরিবারকে ইফতার সামগ্রী সহ বিভিন্ন খাবার পৌঁছে দিয়েছেন। তিনি বলেন প্রচার প্রচারণা আমার উদ্দেশ্য নয?। অসহায?দের জন্য কিছু করতে পারাই আমার মূল লক্ষ্য। এছাড়া তিনি সবাইকে সচেতন হওয়ার আহব্বান জানান।
পুরো ১৩ নং ওয়ার্ডে ধারাবাহিক ত্রান বিতরণে তার স্ত্রী রোমানা চৌধুরীর তদারকিতে পূবালী মাঠে ত্রাণ বিতরণে সাহায্য করেন ইয়াকুব মজুমদার ও ইয়াং ক্রিকের্টাস ক্লাবের সাধারণ সম্পাদক মোহাম্মদ শহীদ। ছিন্নমূলে ত্রাণ বিতরণের সাহায্য করেন নাসিরউদ্দিন। মাস্টার লিইনে ত্রাণ বিতরণে সাহায্য করেন মোহাম্মদ কায়সার। ওয়ার্লেসের ত্রাণ বিতরণের সাহায্য করুন বক্কর সহ আরো অনেকে। বিজ্ঞপ্তি