১৭শ পিচ ইয়াবাসহ ৩ ব্যবসায়ী আটক

25

কক্সবাজরের পেকুয়ায় তিন ইয়াবা ব্যবসায়ী ডাম্পারের পিছনে উঠে পালিয়ে যাওয়ার চেষ্টা করেও শেষ রক্ষা হয়নি তাদের। পুলিশ ধাওয়া দিয়ে ইয়াবাসহ আটক করে ওই তিনজন ইয়াবা ব্যবসায়ীকে। এসময় তাদের কাছ থেকে এক হাজার ৭শ পিচ ইয়াবা ও ব্যবহৃত মোবাইল সেটসহ তাদের আটক করতে সক্ষম হয় পুলিশ। তাদের ব্যহৃত মটরসাইকেলও জব্দ করে থানায় নিয়ে আসা হয়। মঙ্গলবার বিকেল সাড়ে ৪টায় উপজেলার টইটং ইউনিয়নের আঞ্চলিক মহাসড়ক (এবিসি)এর ছাগল খাইয়া ব্রিজ সংলগ্ন এলাকা থেকে তাদের আটক করা হয়। র্প্বূ থেকে পুলিশ ওই স্থানে অবস্থান করছিল। আটককৃতরা হলেন- কক্সবাজার সদরের ঘোনার পাড়া এলাকার নাছির হোসেনের ছেলে আব্দুর মালেক(৩০), মহেশখালী উপজেলার মাতারবাড়ি ইউনিয়নের মগডেইল এলাকার মৃত আব্দুল লতিফের ছেলে রবিউল হাসান রাহুল(৩২) ও একই এলাকার মৃত শাহ আলমের ছেলে কক্সবাজার রামু ডিগ্রি কলেজের অনার্স ১ম বর্ষের ছাত্র মুহাম্মদ হাসান(২৮)। পেকুয়া থানার এএসআই নাছির উদ্দিন জানান, মোটর বাইক নিয়ে তিনজন যুবক পেকুয়া চৌমুহনী থেকে চট্টগ্রামের দিকে যাচ্ছিল। আমরা মোটর বাইকটি থামাতে বলি। এসময় মোটর চালক গতি বাড়িয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। কিছু দূরে গিয়ে একজন মোটর সাইকেল থেকে নেমে চলন্ত একটি ডাম্পারের পিছনে উঠে পালিয়ে যাচ্ছিল। তাকে ধাওয়া দিয়ে সাহাব উদ্দিনের ইটভাটা সংলগ্ন এলাকা থেকে আব্দুল মালেক নামের একজনকে আটক করি। তার কোমরে থাকা চশমার ব্যাগে পলিথিন মোড়ানো ইয়াবা পাওয়া যায়। আটক আব্দুল মালেক কক্সবাজার থেকে ইয়াবাগুলো চট্টগ্রামে পাচার করছিলেন। চৌমহুনী থেকে রাহুল ও হাসান তার মটরবাইকে উঠে। তারা তিনজনই ইয়াবা ব্যবসায়ী। পেকুয়া থানা অফিসার ইনচার্জ কামরুল আজম জানান, নিয়মিত টহল পুলিশ ১৭শ পিচ ইয়াবাসহ তিনজনকে আটক করে। তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা রুজু করা হবে। মাদক কারবারীদের কোন ধরনের ছাড় দেওয়া হবেনা। পেকুয়া মাদক মুক্ত করতে থানা প্রশাসন বদ্ধপরিকর।