১৪ দিন আলাদা থেকে সাকিব ফিরলেন পরিবারে

27

যুক্তরাষ্ট্র থেকে দেশে ফিরে কিছুদিনের জন্য গ্রামের বাড়ি মাগুরায় গিয়েছিলেন সাকিব আল হাসান। তখন বাংলাদেশে করোনাভাইরাস সেভাবে না ছড়ালেও যুক্তরাষ্ট্রে প্রকোপ বাড়ার দিকে। ওই অবস্থায় সাকিব যুক্তরাষ্ট্রে ফিরে গিয়ে ছিলেন ‘সেলফ-আইসোলেশনে’। স্বেচ্ছায় আলাদা থাকার পর্ব শেষে সাকিব এখন পরিবারের কাছে। যুক্তরাষ্ট্রের উইসকনসিনের এক হোটেলে ১৪ দিন আইসোলেশনে থাকার পর গত শুক্রবার পরিবারের কাছে গিয়েছেন বিশ্বসেরা এই অলরাউন্ডার। সাকিবের পারিবারিক সূত্র বিষয়টি নিশ্চিত করেছে। পরিবারের কাছে ফিরে গেলেও সামনের কয়েক সপ্তাহ গৃহবন্দি হয়ে থাকতে হবে তাকে। উইসকনসিনের ওই হোটেল থেকে খুব বেশি দূরে নয় সাকিবের বাড়ি। মাত্র কয়েক মিনিটের দূরত্ব গত ১৪ দিনে পেরোতে পারেননি সাকিব। যেতে পারেননি স্ত্রী উম্মে আহমেদ শিশির ও মেয়ে আলাইনার কাছে। স্ত্রী-সন্তান ও পরিজন এত কাছ থাকলেও তাদের সঙ্গে থাকার সুযোগ হয়নি ক্রিকেট থেকে নিষিদ্ধ থাকা এই অলরাউন্ডারের।