১৪ আরব দেশের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক রুশ পররাষ্ট্রমন্ত্রীর

16

১৪ আরব দেশের প্রতিনিধিদের সঙ্গে মিলিত হয়েছেন রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ। রাশিয়ান-আরব কোঅপারেশন ফোরামের পঞ্চম বৈঠকের অংশ হিসেবে মঙ্গলবার মস্কোয় মিলিত হন তারা। এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে আনাদোলু এজেন্সি।বৈঠক শেষে এক সংবাদ সম্মেলনে রুশ পররাষ্ট্রমন্ত্রী বলেন, বৈঠকে কূটনৈতিক প্রচেষ্টার মাধ্যমে মধ্যপ্রাচ্যে উত্তেজনা প্রশমনের উপায় নিয়ে আলোচনা হয়েছে। তিনি বলেন, এ অঞ্চলের দেশগুলো তাদের অভ্যন্তরীণ বিষয়ে বিদেশি হস্তক্ষেপ প্রত্যাখ্যানের বিষয়ে একতাবদ্ধ। তারা চায় তাদের সার্বভৌমত্ব এবং ভৌগোলিক অখন্ডতার ব্যাপারে যেন অন্যরা সম্মান প্রদর্শন করে।
বৈঠকে অংশ নেওয়া দেশগুলো ফিলিস্তিন-ইসরায়েল সংকটে দুই রাষ্ট্রভিত্তিক সমাধানের প্রতি সমর্থন জানিয়েছেন। এ ব্যাপারে সংশ্লিষ্ট দেশগুলোকে নিয়ে আলোচনার উদ্যোগ নিয়ে মস্কো প্রস্তুত রয়েছে বলেও জানান রুশ পররাষ্ট্রমন্ত্রী। ইরানের সঙ্গে উপসাগরীয় অঞ্চলের দেশগুলোর সম্পর্ক স্বাভাবিকীকরণের ওপরও জোর দেন তিনি।
সৌদি পররাষ্ট্র প্রতিমন্ত্রী আদেল আল জুবায়ের জানিয়েছেন, বৈঠকে ফিলিস্তিন-ইসরায়েল সংঘাত নিয়ে কথা হয়েছে। এতে ইসরায়েল কর্তৃক দখলকৃত অঞ্চলে আন্তর্জাতিক আইন ও জাতিসংঘের প্রস্তাবনার প্রতি সম্মান দেখানোর কথা বলা হয়েছে। বৈঠকের আরেক আলোচ্য বিষয় ছিল লিবিয়া সংকটের শান্তিপূর্ণ সমাধান। আদেল আল জুবায়ের জানান, রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সৌদি আরব সফরের কথা রয়েছে। তবে এর তারিখ এখনও চূড়ান্ত হয়নি। এটি চূড়ান্ত করার কাজ চলছে।