হোল্ডারদের জার্সিতে ‘ব্লাক লাইভস ম্যাটার’

9

যুক্তরাষ্ট্রে শ্বেতাঙ্গ পুলিশ অফিসারের নির্যাতনে মৃত্যু ঘটেছে কৃষ্ণাঙ্গ বাস্কেটবল খেলোয়াড় জর্জ ফ্লয়েডের। সেই নির্মম হত্যাকান্ডের পর থেকে প্রতিবাদে সোচ্চার ক্রীড়াঙ্গন। ক্যারিবীয় ক্রিকেটাররা তো বর্ণবাদের ক্ষেত্রে নিজেদের ব্যক্তিগত অভিজ্ঞতার কথা তুলে ধরছেন। তবে তারা ‘ব্লাক লাইভস ম্যাটার’ আন্দোলনের সঙ্গে একাত্মতা প্রকাশ করলেও সেটি ছিল বিক্ষিপ্ত। এবার আনুষ্ঠানিকভাবে সেই আন্দোলনে যোগ দিচ্ছে ওয়েস্ট ইন্ডিজ। ইংল্যান্ডের বিপক্ষে ক্যারিবীয় ক্রিকেটারদের জার্সির কলারে প্রতীক হিসেবে ব্যবহার করা হবে ‘ব্লাক লাইভস ম্যাটার’ লেখাটি।
ওয়েস্ট ইন্ডিজ অধিনায়ক জেসন হোল্ডারই প্রথম এমন কিছুর প্রতি ইঙ্গিত করেছিলেন। মর্মান্তিক হত্যাকান্ডের প্রতিবাদে চলা আন্দোলনে সমর্থন দেবে ক্যারিবীয়রাও। সেটা যে কোনও পন্থাতেই হোক। রবিবার বিবৃতিতে তিনি বলেছেন, ‘আমরা মনে করি এই অবস্থায় আমাদের একাত্মতা প্রকাশ করা উচিত। একই সঙ্গে সচেতনতা বৃদ্ধিতেও সহায়তা করা উচিত।’