হোম কোয়ারেন্টাইন না মানায় ৪ প্রবাসীকে জরিমানা

39

১৪ দিনের হোম কোয়ারেন্টাইন না মানায় চট্টগ্রামের আনোয়ারা, হাটহাজারী, রাউজান, ও পটিয়ার ৪ প্রবাসীকে ১০ হাজার টাকা করে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। এদের মধ্যে আনোয়ারার বাসিন্দা সংযুক্ত আরব আমিরাতের দুবাই প্রবাসী, হাটহাজারীর বাসিন্দা সংযুক্ত আরব আমিরাতের শারজাহ প্রবাসী, রাউজানের বাসিন্দা মধ্যপ্রাচ্যের ওমান প্রবাসী এবং পটিয়ার বাসিন্দা সংযুক্ত আরব আমিরাতের রা’সুল খাইমা প্রবাসী। তারা গত ৮ থেকে ১০ মার্চের মধ্যে নিজ নিজ কর্মস্থল থেকে দেশে ফেরেন। গতকাল বুধবার উপজেলা নির্বাহী কর্মকর্তাদের (ইউএনও) নেতৃত্বে পৃথক অভিযান চালিয়ে ওই ৪ প্রবাসীকে ভ্রাম্যমাণ আদালত জরিমানা করেন বলে জানিয়েছেন চট্টগ্রামের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম) এজেডএম শরীফ হোসেন। তিনি জানান, বিদেশ থেকে কেউ দেশে আসলে তাদের ১৪ দিনের হোম কোয়ারেন্টাইনে থাকা বাধ্যতামূলক। ওই ৪ প্রবাসী তা না মেনে বাইরে ঘোরাঘুরি করছিলেন।‘দন্ডবিধি ২৬৯ ভঙ্গের দায়ে তাদের প্রত্যেককে ১০ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে। বাড়িতে থাকতে তাদের নির্দেশনা দেওয়া হয়েছে। এক প্রশ্নের উত্তরে এজেডএম শরীফ হোসেন বলেন, করোনা ভাইরাসের সংক্রমণ থেকে বাঁচতে সচেতনতার কোনো বিকল্প নেই। এ জন্য যারাই বিদেশ থেকে দেশে আসবেন তাদের বাধ্যতামূলকভাবে হোম কোয়ারেন্টাইনে থাকতে হবে।