হোম অব ক্রিকেটে মুশফিক

18

বঙ্গবন্ধুর নামে আয়োজিত এবারের বিপিএলে খুলনা টাইগার্সের মূল অস্ত্র হতে যাচ্ছেন মুশফিকুর রহিম। দেশসেরা এই উইকেটরক্ষক ব্যাটসম্যানের দিকে তাকিয়ে থাকবে টাইগার্সরা। নিজেকে ঝালিয়ে নিতে মিরপুরের হোম অব ক্রিকেটে ফিরেছেন মুশি। ভারতের বিপক্ষে দুই ফরম্যাটের সিরিজ শেষে বিশ্রামে ছিলেন মুশফিক। আবারও ব্যাট-প্যাড তুলে নিয়েছেন। এবার লক্ষ্য খুলনাকে বিপিএলের শিরোপা জেতানো। সোমবার মিরপুরের শের-ই-বাংলা জাতীয় স্টেডিয়ামে কিছু সময় দৌড়ে, কিছু সময় ব্যাট হাতে অনুশীলন করেন মুশফিক। মুশি কোচ হিসেবে দলে পাচ্ছেন আরেক উইকেটরক্ষক ব্যাটসম্যান জেমস ফস্টারকে। সাবেক এই ইংলিশ ক্রিকেটারকে হেড কোচ হিসেবে নিয়োগ দিয়েছে খুলনার দলটি। মুশফিক ছাড়াও খুলনার এই দলটিতে থাকছেন মেহেদি হাসান মিরাজ, শফিউল ইসলাম, নাজমুল হোসেন শান্ত, শামসুর রহমান, সাইফ হাসান, তানভীর ইসলাম আর গতবার অভিষেক ম্যাচেই হ্যাটট্রিক করা আলিস ইসলাম। বিদেশি খেলোয়াড়দের মধ্যে খুলনার দলটিতে আছেন গতবার দুর্দান্ত পারফর্ম করা দক্ষিণ আফ্রিকার রাইলি রুশো, রবি ফ্রাইলিঙ্ক, পাকিস্তানের তারকা পেসার মোহাম্মদ আমির, আফগানিস্তানের নাজিবুল্লাহ জাদরান আর রহমানুল্লাহ গুরবাজ।