হোমিওপ্যাথিক পরিষদের বিজ্ঞান সেমিনার

23

বাংলাদেশ হোমিওপ্যাথিক পরিষদ বাহোপ চট্টগ্রাম জেলা আয়োজিত ‘একক ঔষধ নির্বাচন ও তড়িৎ আরোগ্য কৌশল’ শীর্ষক সেমিনার গত ৭ জানুয়ারি শুক্রবার বিকালে নগরীর বিজ্ঞান পরিষদ ভবনে জেলা সভাপতি অধ্যাপক ডা. দেবব্রত ভট্টাচার্য্যরে সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন বিশিষ্ট হোমিওপ্যাথ ও রয়েল হোমিও একাডেমির পরিচালক ডা. বি কে দাশ। প্রধান বক্তা ছিলেন বিশিষ্ট হোমিও গবেষক ডা. মৃদুল কান্তি দে। সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন বাহোপ জেলা সহ-সভাপতি ডা. চন্দ্র পাল। বিশেষ অতিথি ছিলেন বাহোপ চট্টগ্রাম জেলা সহ-সভাপতি ডা. এস এম ছালেহ জাহাঙ্গীর, জেলা সম্পাদক প্রভাষক ডা. এনামুল হক এনাম, প্রভাষক ডা. সাকিনা আক্তার লাকী, অধ্যক্ষ ডা. পি সি সাহা, সাংবাদিক ডা. মু. মাহতাব হোসাইন মাজেদ প্রমুখ। সভাপতির বক্তব্যে অধ্যাপক ডা. দেবব্রত ভট্টাচার্য বলেন, হোমিওপ্যাথি একটি বিজ্ঞান বিত্তিক চিকিৎসা বিজ্ঞান যার মাধ্যমে জটিল রোগীর সুচিকিৎসা হয়। প্রধান বক্তা ডা. মৃদুল কান্তি দে বলেন, হোমিওপ্যাথি পরিষদের গুণী চিকিৎসকবৃন্দ তাদের মেধার সুদৃঢ়তা দিয়ে অসংখ্য দূরারোগ্য রোগীদের আরোগ্য করে যাচ্ছেন। প্রবন্ধকার ডা. সাধন চন্দ্র পাল তাঁর মূল প্রবন্ধ উপস্থাপন করেন হোমিওপ্যাথি রোগ ভিত্তিক নয়, রোগী ভিত্তিক চিকিৎসা দেয়। সেমিনারে একক ঔষধ নির্বাচন ও তড়িৎ আরোগ্য করাতে কিভাবে সম্ভব তা নিয়ে আলোচনায় আরও আংশ গ্রহণ করেন ডা. ওমর ফারুক, আই সি টি বিশেষজ্ঞ ডা. মৃণাল কান্তি নাথ, ডা. শফিকুল ইসলাম, ডা. প্রমোথ দাশ, ডা. খাইরুন্নেছা মুন্নী, ডা. নিভা রাণী পাল, ডা. জহিরুল ইসলাম, ডা. মো. নাজিম উদ্দিন, ডা. আবিদ হাসান, ডা. অনিমা পাল, ডা. মঞ্জুশ্রী চৌধুরী, ডা. কাবেরী বড়ুয়া, ডা. মো. এহছান, ডা. রেহেনা সুলতানা, ডা. ইন্দ্রজিৎ মহাজন প্রমুখ। বিজ্ঞপ্তি