হেয়াকো সরকারপাড়া বনানী সংঘের উদ্যোগে তরুণ উদ্যোক্তা বিপ্লবকে সংবর্ধনা

59

জেএইচএম গ্রুপের ডিএমডি, তরুণ শিল্পপতি মোঃ মেহেদি হাসান বিপ্লব বলেছেন ফটিকছড়ির দাঁতমারা ইউপির বেকার সমস্যা সমাধানকল্পে আগামী অর্থ বছরে জেএইচএম গ্রুপে ৫শত অধিক লোককে চাকরি দেয়া হবে। ইতিমধ্যে অত্র এলাকার একাধিক শিক্ষিত বেকার যুবক জেএইচএম গ্রুপে চাকরি পেয়েছে। গত ২০ সেপ্টেম্বর হেয়াকোতে আগমন উপলক্ষে তাকে দেয়া সংবর্ধনায় বক্তব্য প্রদানকালে এসব কথা বলেন। হেয়াকো সরকারপাড়া বনানী সংঘের কার্যালয়ে জেএইচএম গ্রুপের ডিএমডি তরুণ এ শিল্পপতিকে এ সংবর্ধনা দেয়া হয়।
তিনি আরো বলেন, অচিরেই হেয়াকোতে হাসপাতাল স্থাপন করা হবে। এ এলাকার মানুষ যাতে চিকিৎসার অভাবে না থাকে সেজন্য জেএইচএম গ্রুপ এ উদ্যোগ নিচ্ছে। জমি পাওয়া সাপেক্ষে যত দ্রুত সম্ভব এ কাজে হাতে দেয়া হবে। দাঁতমারা ইউনিয়ন আ.লীগের সভাপতি মুজিবুল হক মজুমদারের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক জয়নাল আবেদিন, এডভোকেট মিহির কুমার দে, রাসেল মজুমদার প্রমুখ।
উপস্থিত ছিলেন ইসমাঈল মজুমদার, ইউপি সদস্য আনোয়ার হোসেন, সুব্রত দে, যুবলীগ নেতা সাহেদুল আলম নাহিদ, সাংবাদিক বিশ্বজিৎ রাহা, কামাল উদ্দিন,আবু এখলাস ঝিনুক, আনোয়ার হোসেন ফরিদ, হেয়াকো সিএনজি চালক সমিতির সভাপতি আব্দুর রশিদ, সাধারণ সম্পাদক শাহ আলম, নাজিম উদ্দিন প্রমুখ। অনুষ্ঠানে মেহেদি হাসান বিপ্লবকে ফুল দিয়ে বরণ করা হয়।
এছাড়া ক্লাবের উন্নয়নে ১লক্ষ টাকা অনুদান ঘোষণা করেন তিনি। ক্লাবের গোল্ডকাপ টুর্নামেন্টের জন্য নগদ ২০ হাজার টাকা প্রদান করেন তিনি।