হেমন্তের আগমন

48

হেমন্তেরই আগমনী গান
জুড়িয়ে দেয় সবার প্রাণ
সবুজ মাঠে ফসলের রূপ
কৃষকের চোখে কি যে অপরূপ!

এ যে বাংলার নন্দিত ছবি
কবিতায় আঁকে ভালোবেসে কবি
সোনালি সূর্য হেমন্তে হাসে
দেশ মাটি আর জল ভালোবাসে।

ফসল তোলার ঘরে ঘরে ধুম
পিঠে ও পুলির এলো মৌসুম
হেমন্তদিন আসে ঘুরে ফিরে
এই বাংলার সবুজ নীড়ে।