হেফাজতের বিক্ষোভ সমাবেশ

71

কাশ্মীরে মুসলিম নির্যাতন বন্ধ, কাশ্মীরীদের স্বাধীনতার দাবীতে এবং আসামে বিতর্কিত নাগরিক তালিকা (এনআরসি) থেকে ১৯ লাখ নাগরিককে বাদ দেয়ার প্রতিবাদে হেফাজতে ইসলাম বাংলাদেশ চট্টগ্রাম মহানগরের উদ্যোগে গত শুক্রবার বিকালে
আন্দরকিল্লা শাহী জামে মসজিদের উত্তর গেইট চত্বরে এক বিক্ষোভ সমাবেশ ও সমাবেশ শেষে মিছিল অনুষ্ঠিত হয়। উক্ত সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হেফাজতে ইসলাম বাংলাদেশের মহাসচিব, আল্লামা শায়খ জুনাইদ বাবুনগরী।
প্রধান অতিথি ভাষণে আল্লামা জুনাইদ বাবুনগরী বলেন, ভারতের উগ্র হিন্দুত্ববাদী বিজেপি সরকার সংবিধান থেকে ৩৭০ অনুচ্ছেদ বাতিল করে নিরাপত্তা বাহিনী দিয়ে কাশ্মীরি মুসলমানদের ওপর নতুন করে গণহত্যা শুরু করেছে। যোগাযোগ ব্যবস্থা বন্ধ রেখে কাশ্মীরকে অচল করে দেয়া হয়েছে। হাজর হাজার মানুষকে গ্রেফতার করেছে। এ অমানবিক অত্যাচার সহ্য করা যায়না। চট্টগ্রাম মহানগর সভাপতি ও কেন্দ্রীয় নায়েবে আমীর মাওলানা হাফেজ তাজুল ইসলাম (পীর সাহেব ফিরোজশাহ) সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে আরো বক্তব্য রাখেন, মাওলানা লোকমান হাকিম, মাওলানা সরোয়ার কামাল আজিজী, মাওলানা আলী ওসমান, মাওলানা মঈনুদ্দিন রুহী, মাওলানা আজিজুল হক ইসলামাবাদী, মাওলানা জিয়াউল হোসাইন, মাওলানা কারী ফজলুল করিম জিহাদী, দারুল মায়ারিফের মাওলানা এনামুল হক মাদানী। মাওলানা হাফেজ মোহাম্মদ ফায়সাল, মাওলানা আ ন ম আহদুল্লাহ ও মাওলানা ইকবাল খলিলের যৌথ পরিচালনায় আরো উপস্থিত ছিলেন, দামপাড়া মাদরাসার মুতাওয়াল্লি আলহাজ মোহাম্মদ আবু মনসুর, হেফাজত নেতা মাওলানা মোজাম্মেল হক, মাওলানা আবদুল মাবুদ, মাওলানা কারী মুবিনুল হব, মাওলানা সোহাইল সালেহ, মাওলানা সরোয়ার আলম, মাওলানা শামসুল হক জালালাবাদী, মাওলানা মোহাম্মদ আলী, মাওলানা মনসুরুল হক, মাওলানা আনিসুর রহমান, মাওলানা ইমরান সিকদার, মাওলানা কামরুল ইসলাম কাসেমী, মাওলানা আবু তাহের ওসমানী, মাওলানা জাকারিয়া মাদানী, মাওলানা জুনাইদ জওহর, মাওলানা ওসমান কাসেমী, মাওলানা আশরাফ বিন ইয়াকুব, মাওলানা মোশতাক মাদানী, মাওলানা কারী আবু রায়হান প্রমুখ। বিজ্ঞপ্তি