হেদায়েতুল ইসলাম চৌধুরীর মৃত্যুবার্ষিকী পালিত

39

চট্টগ্রাম মহানগর বিএনপি’র সাধারণ সম্পাদক আবুল হাশেম বক্কর বলেন, মরহুম হেদায়েতুল ইসলাম চৌধুরী ছিলেন চট্টগ্রামের বিএনপি তথা জাতীয়তাবাদী আদর্শের কিংবদন্তী। যতদিন জাতীয়তাবাদীর আদর্শ ঠিকে থাকবে ততদিন হেদায়েত বেঁচে থাকবে কর্মের উপহারস্বরূপ। গত ১৩ অক্টোবর বাদ জোহর নগর যুবদলের উদ্যোগে নগরীর কদম মোবারক মসজিদে স্বৈরাচার এরশাদ বিরোধী যুব-আন্দোলনের রূপকার, মহানগর যুবদলের সাবেক সফল সাধারণ সম্পাদক মরহুম হেদায়েতুল ইসলাম চৌধুরীর ২৭তম মৃত্যুবার্ষিকীতে প্রধান অতিথির বক্তব্যে এ বক্তব্য রাখেন। এতে বিশেষ অতিথির বক্তব্যে চট্টগ্রাম মহানগর বিএনপির সিনিয়র সহ সভাপতি আবু সুফিয়ান বলেন, চট্টগ্রামের বিএনপিকে সুসংগঠিত করতে আমৃত্যু নিরলসভাবে কাজ করে গেছেন মরহুম হেদায়েতুল ইসলাম চৌধুরী। মহানগর যুবদলের সভাপতি মোশাররফ হোসেন দীপ্তির সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মুহাম্মদ শাহেদের পরিচালনায় মরহুমের জীবনী নিয়ে সংক্ষিপ্ত আলোচনা ও মরহুমের আত্মার মাগফেরাত কামনা করে মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। কদম মোবারক শাহী জামে মসজিদের পাশে কবরস্থানে মরহুমের কবরে পুস্পস্তবক অর্পণ করা হয়। মিলাদ মাহফিল ও দোয়া পরিচালনা করেন মসজিদের খতীব মাওলানা একরাম হোসেন। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর বিএনপির সহসভাপতি এম এ আজিজ, সংযুক্ত আরব আমিরাত কেন্দ্রীয় বিএনপির সাধারণ সম্পাদক আবদুস সালাম তালুকদার, চট্টগ্রাম মহানগর বিএনপির যুগ্ম সম্পাদক ইয়সিন চৌধুরী লিটন, আবদুল মান্নান, শাহেদ বক্স, প্রচার সম্পাদক শিহাব উদ্দিন মুবিন, কোতোয়ালী থানা বিএনপির সভাপতি মঞ্জুর রহমান চৌধুরী, চট্টগ্রাম মহানগর যুবদলের সহসভাপতি ফজলুল হক সুমন, আবদুল করিম, আবদুল গফুর বাবুল, সাহাব উদ্দিন হাসান বাবু, কমল জ্যোতি বড়ুয়া প্রমুখ।