হৃদয়ে বাঘাইছড়ি সামাজিক সংগঠনের জার্নি টু ইউনিভার্সিটি সেমিনার

89

ঝাকঝমক পূর্ণ পরিবেশের মধ্যে দিয়ে পালিত হলো সামাজিক সেবা মূলক সংগঠন হৃদয়ে বাঘাইছড়ি কর্তৃক আয়োজিত জার্নি টু ইউনিভার্সিটি সেমিনার। গত রবিবার বাঘাইছড়ি উপজেলার কাচালং সরকারি কলেজ অডিটোরিয়ামে অরাজনৈতিক সামাজিক স্বেচ্ছাসেবী সংগঠন হৃদয়ে বাঘাইছড়ির উদ্যোগে সেমিনারটি অনুষ্ঠিত হয়। এতে সংগঠনের কার্যক্রম তুলে ধরে স্বাগত বক্তব্য রাখেন সংগঠনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান প্রকৌশলী মো. মাহমুদুল হাসান সোহাগ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন লক্ষীপুর জেলার যুগ্ম দায়রা জজ ও হৃদয়ে বাঘাইছড়ি সংগঠনের প্রধান সমন্বয়ক জুয়েল দেবের সভাপতিত্বে এবং হৃদয়ে বাঘাইছড়ি সংগঠন রাঙামাটি জেলা কমিটির আহবায়ক আশিকুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ২৭ বিজিবির অধিনায়ক লে. কর্ণেল মো. মাহবুবুল ইসলাম। এ সময় প্রধান অতিথি বলেন, বিশ^ বিদ্যালয়ে ভর্তি ইচ্ছুক ছাত্র-ছাত্রীরা তোমরা কখনো শেখাকে ভুলে যাবে না। যা শিখবে তাই খাতায় লিখবে। তাই লেখা পড়া ভুলে গেলে চলবে না। আর বালিশ মার্কা প্রকৌশলী ও কসাই ডাক্তার হবেনা তোমরা। তোমাদের মনে রাখতে হবে সর্বদা দেশ ও জাতির কল্যাণে নিজেকে বিলিয়ে দিয়ে তার প্রমান করতে হবে। আর এতেই পরম সুখ শান্তি রয়েছে। তিনি বলেন, হৃদয়ে বাঘাই ছড়ির প্রধান সমন্বয়ক ও লক্ষীপুর জেলার যুগ্ম দায়রা জজ এই কলেজের কৃতি সন্তান জুয়েল দেব নিজের বেড়ে উঠার গল্পতো তোমরা শুনেছ। তোমরাও একদিন এভাবে গড়ে উঠে জাতিকে কিছু একটা উপহার দিবে এই প্রত্যাশা করছি। হৃদয়ে বাঘাইছড়ি সংগঠনের প্রধান সমন্বয়ক ও লক্ষীপুর জেলার যুগ্ন জজ জুয়েল দেব বলেন, মাতা গুজাবার নূন্যতম যেই জায়গাটি প্রয়োজন আমার ছিল না আমার যে বাড়িটি ছিল সেই ছোট্ট বাড়িটি ও বছরে ৬ মাস পানির নিচে থাকতো অনেক পরিশ্রমের বিনিময়ে আজ আমি আজ জেলা যুগ্ম জজ হয়েছি। আমার মায়ের পরিচয়ে আজ আমি কাচালং কলেজের অডিটরিয়ামে বক্তব্য রাখছি। আমার মা এই কলেজের একজন আয়া পদে চাকরি করছেন। আমি তার ছেলে হয়ে আজ এই কলেজে বক্তব্য রাখছি। জুয়েল বলেন, পুলিশ আসামী ধরে আমার কাছে নিয়ে আসে আর আমি ন্যায় অন্যায় দেখে বিচার করে তা হাজতে রাখবে না ছেড়ে দিবে তা নির্ধারণ করি। হৃদয়ে বাঘাইছড়ি সংগঠনের যদি কোন সহযোগিতা প্রয়োজন হয় তা আমাদের বললে আমরা সম্মানিত ব্যক্তিদের সাথে নিয়ে তোমাদের সমস্যা গুলো তুলে ধরবো। হৃদয়ে বাঘাইছড়ি সংগঠনে প্রায় ৫শ শিক্ষার্থী রয়েছে এদের মধ্যে যারা বিশ^ বিদ্যালয়ে ভর্তি হতে ইচ্ছুক তাদের সামনে তার অভিঞ্জতা শেয়ার করেন। এব্যাপারে সব ধরনে সহযোগিতা করা হবে। পরে স্থানীয় শিল্পীদের নিয়ে এক মনোঞ্জ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। বিশেষ অতিথি ছিলেন বাঘাইছড়ি পৌরসভার মেয়র ও জেলা আওয়ামী লীগ নেতা জাফর আলী খাঁন, কাচালং সরকারি কলেজের অধ্যক্ষ দেব প্রসাদ দেওয়ান, চট্টগ্রাম ক্যান্টপাবলিক স্কুল এন্ড কলেজের সহকারি অধ্যক্ষ মাহফুজুর রহমান, উপজেলা ভাইস চেয়ারম্যান আবদুল কাইয়ুমসহ আরো অনেকে।