‘হৃদবান্ধব খাদ্যাভাস গড়ে তোলা জরুরি’

68

‘হৃদবান্ধব’ শীর্ষক সেমিনারে বক্তারা বলেছেন, ‘হৃদরোগ থেকে মুক্ত থাকতে হৃদবান্ধব খাদ্যাভ্যাস গড়ে তুলতে হবে। এর কোনো বিকল্প নেই। একই সঙ্গে প্রয়োজন স্বাস্থ্যসম্মত খাবার গ্রহণ এবং নিয়ন্ত্রিত জীবনযাপন। কেবল ওষুধ নয়, খাদ্যাভ্যাসই পারে হৃদরোগ থেকে মুক্ত রাখতে।’
গতকাল সকালে হৃদরোগ বিষয়ক সেবাকেন্দ্র লিড হার্ট সেন্টারে উদ্যোগে চট্টগ্রাম কলেজের অডিটোরিয়ামে আয়োজিত ‘হৃদবান্ধব’ সেমিনারে বক্তারা এসব কথা বলেন। সেমিনারে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম কলেজের অধ্যক্ষ প্রফেসর মোহাম্মদ আবুল হোসেন, মূল প্রবন্ধ উপস্থাপন করেন লিড হার্ট সেন্টারের কনসালটেন্ট হৃদরোগ বিশেষজ্ঞ ডা. মোহাম্মদ হাসান মুরাদ। অনুষ্ঠানে হৃদরোগ বিষয়ে সচেতনতামূলক জ্ঞান অর্জনে দুইশতাধিক রোগী অংশগ্রহণ করেন।
প্রধান অতিথি প্রফেসর মোহাম্মদ আবুল হোসেন বলেন, ‘আমরা প্রতিনিয়তই নিয়ন্ত্রণহীন জীবনযাপন করছি। জীবনাচার, খাবারসহ সব ক্ষেত্রেই আমরা অপরিণামদর্শীতার পরিচয় দেই। মূলত এসব কারণেই আমরা হৃদরোগে আক্রান্ত হচ্ছি।’ মূলপ্রবন্ধে ডা. মোহাম্মদ হাসান মুরাদ বলেন, ‘আধুনিক বিশ্বে হৃদরোগের এখন অনেক উন্নত চিকিৎসা বের হয়েছে। এর মধ্যে রিং লাগানো, বাইপাস করা এবং অপারেশন ছাড়াই রক্তপাতহীন সাশ্রয়ী মূল্যে ইসিপি থেরাপি ও আর্টারি ক্লিনজিং থেরাপির মাধ্যমে হৃদরোগের চিকিৎসা করা সম্ভব। এগুলো এখন সমাদৃত হচ্ছে।’ বিজ্ঞপ্তি